অ্যাপস ডেভলপমেন্টে সফল ক্যারিয়ার
- ক্যারিয়ার ডেস্ক
সামনের দিনগুলোতে প্রযুক্তি নির্ভর কি কি পণ্য মানুষের চাহিদা পূরন করবে তা মোটামুটি নিশ্চত। তবে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট নাকি মোবাইল তা নিয়ে বিতর্ক থাকলেও বড় ধরণের গ্যাজেটগুলো থেকে ব্যবহারকারীরা দিনদিন ট্যাবলেট ও মোবাইলের মুখোমুখি হচ্ছে; জ্যামিতিক হারে বাড়ছে এর ব্যবহার। আবার, কেবল ট্যাবলেট / মোবাইল ফোন থাকলেই কি চলে? এর উপযুক্ত ব্যবহারের জন্য চাই বিভিন্ন অ্যাপ্লিকেশন, যেগুলো আমাদের দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করে দিবে। আবার ট্যাবলেট-মোবাইল ফোন ভিত্তিক ব্যবহারকারি যেহেতু বাড়ছে তাই কর্পোরেট প্রতিষ্ঠানগুলোও নিজেদের পণ্য এবং সেবাগুলোকে অ্যাপিকেশনের মাধ্যমে ভোক্তাদের সামনে তুলে ধরতে চাইছে। সর্বত্র বেড়ে চলেছে স্মার্টফোন ক্রেজ, পাল্টে যাচ্ছে প্রযুক্তি ব্যবহারের মাত্রাও। বিশ্বব্যাপী তাই অ্যাপ্সের বাজার এখন বেশ বড় এবং চাহিদা মান সম্পন এই বাজার বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে অনেক আগেই। আর বাড়ছেও খুবই দ্রুত গতিতে!
বিশ্বব্যাপি এই যে অ্যাপ্লিকেশন তৈরির বিলিয়ন ডলারের বাজার, এই বাজারে এখন আমাদের দখল কতটুকু? একেবারে নেই বললেই চলে!
অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের বাজার
চলুন বিস্তারিত আলোচনার আগে আমরা একটি পরিসংখ্যান দেখি। মোবাইল গবেষণা প্রতিষ্ঠান “রিসার্চ টু গাইডেন্স”- এর মতে, ২০১৫ সালে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের বাজার গিয়ে দাঁড়াবে ১০০ বিলিয়ন ডলারে! ২০১০ সালে এই বাজারের পরিমাণ ছিল ১০.২ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির গবেষণা প্রতিবেদনে আরও জানানো হয়েছে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের এই যে বিশাল বাজার, তার ৬৬ শতাংশ কাজই আউটসোর্সিংয়ের মাধ্যমে হয়ে থাকে!
অ্যাপ ডেভেলপমেন্টে ফ্রিল্যান্স ক্যারিয়ার
কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতেই যে কেবল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের চাহিদা এমনটি নয়। ফ্রিল্যান্স মার্কেটপেসগুলোতে প্রতিদিনই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য প্রচুর প্রজেক্ট জমা পড়ছে। ইল্যান্স এবং ওডেস্কের জব ট্রেন্ড বিশেষণ করে দেখা যায়, একজন ওয়েব ডিজাইনার কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজার যেখানে গড়ে ১০ থেকে ১২ ডলার মূল্যে প্রতি ঘন্টা কাজ করে সেখানে একজন অ্যাপ্লিকেশন ডেভেলপারের ঘন্টা প্রতি গড় আয় ২৫ থেকে ৫০ ডলারে।
এই গ্রাফটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা আইফোন অ্যাপ এর জন্য গড়ে ৩২১২ ডলার পে করা হয়েছে । আর প্রতিটা অ্যান্ড্রয়েড অ্যাপ এর জন্য গড়ে ৩৩৫০ ডলার পে করা হয়েছে ।
যা না জানলেই নয়
এবার মূল আলোচনায় আসা যাক। কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আসা যায় এবং এর চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানা যাক। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আসতে আপনাকে জানতে হবে:
১. জাভা / সি সি++
২. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অ্যানালাইসিস।
বেছে নিন আপনার প্লাটফর্ম
এই ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দুটি প্লাটফর্ম হচ্ছে অ্যান্ড্রয়েড ও আইওএস। এখান থেকে আপনার পছন্দের প্লাটফর্মটি বেছে নিতে হবে। অ্যান্ড্রয়েডের প্রোগ্রামিং ভাষা হল জাভা এবং আইওএস এর অবজেক্টিভ সি। এই দুটি প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রেই সি এবং সি++ এর প্রাথমিক ধারণা থাকলে ভালো। আপনি যেকোন একটি প্লাটফর্মে কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং ভাষা জানতে হবে। আসুন দ্বিতীয় বিষয়টিতে আসি। প্রতিটি স্থাপনা তৈরি করতে যেমন বিশ্লেষণ, পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়নের কিছু সার্বজনীন গৃহীত উপায় রয়েছে এখানেও একই নিয়ম প্রযোজ্য। সবচেয়ে বড় কথা হল আপনার তৈরি করা অ্যাপ্লিকেশনটির নকশা। সফটওয়্যারের নকশা প্যাটার্ন প্রত্যেক প্রোগ্রামারের রপ্ত করা উচিত। অ্যান্ড্রয়েড ও আইওএস এ দুটিতেই এমসিভি পদ্ধতিতে কাজ করতে হয়। ইভেন্ট হ্যান্ডেলিং ছাড়াও অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং, অ্যানালাইসিস, ডিজাইন, ডেভেলপমেন্টের কৌশল রপ্ত না করলে একজন ভাল ডেভলাপার হতে অনেক সময় লেগে যেতে পারে।
কীভাবে শিখবেন
কোন প্লাটফর্মের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চান সেটির সিদ্ধান্ত নিন। এরপর গুগল থেকে জেনে নিন এ পাটফর্মে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে আপনাকে কি কি জানতে হবে। এরপর শুরু করুন শেখা। ইন্টারনেট থেকেই অনেক কিছু শেখা সম্ভব। তবে হাতে কলমে এবং দ্রুত শিখতে ভালো মানের পেশাদার প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই। শুধুমাত্র ভাল প্রতিষ্ঠানে কোর্স করার ম্যাধ্যমে আপনি ভাল ভাবে শিখতে পারবেন ।
কোথায় শিখবেন
রাজধানী ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে অনেক আইটি ফার্ম গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে অ্যাপস ডেভলপমেন্টের ওপর কোর্স করতে পারেন। ঢাকা, চট্টগ্রাম ও চাঁদপুরে এ বিষয়ের ওপর কোর্স পরিচালনা করে থাকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউট।
যোগাযোগ
ঢাকা: ৬৪/৬, লেক সার্কাস, পান্থপথ, কলাবাগান, ঢাকা। ফোন: +৮৮০২৯১০৪৪৬০, +৮৮০১৭১৩৪৯৩২৮৯।
চট্টগ্রাম: ২২৫, একে টাওয়ার, শেখ মুজিব রোড, চৌমুহনী, আগ্রাবাদ, চট্টগ্রাম। ফোন: +৮৮০১৭১৩৪৯৩১৫০।
চাঁদপুর: ১২২২/১১৩২, স্টেডিয়াম রোড, চাঁদপুর। ফোন: +৮৮০১৭১৩৪৯৩০৯১।