কোথায় কোন প্রশিক্ষণ
- ক্যারিয়ার ডেস্ক
বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিতে শর্ত জুড়ে দেয়া হয়, প্রার্থীর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করার ক্ষেত্রে প্রথমেই বাধা হয়ে দাঁড়ায় এই ‘অভিজ্ঞতা’। ভাইভা বোর্ডেও জানতে চাওয়া হয়, পূর্ব অভিজ্ঞতা আছে কি না। কেবল চাকরি করাটাই কী হতে পারে অভিজ্ঞতা? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন অন্য কথা! বিভিন্ন পেশা পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ নিলে অভিজ্ঞতার অভাব অনেকটাই পূরণ হতে পারে।
সাংবাদিকতা
সাংবাদিকতা অনেকের কাছেই স্বপ্নের পেশা। দিনে দিনে বেড়েই চলেছে এ পেশার ক্ষেত্র, সেই সঙ্গে বাড়ছে সম্মান। চ্যালেঞ্জিং এই পেশায় আসতে চান অনেকেই। এখন অনেক মেধাবীরা যুক্ত হচ্ছেন সাংবাদিকতা পেশায়। পেশাদারিত্ব থাকলে এ পেশায় উন্নতি করা সময়ের ব্যাপার মাত্র। সাংবাদিকতা পেশায় আসতে চাইলে প্রশিক্ষণ দরকারি। সবচেয়ে ভালো হয় সরাসরি কোন প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত হতে পারলে। সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু প্রতিষ্ঠান-
বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া
২৫৭/৮ এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, ঢাকা-১২০৫
ফোন: ৮৬০৭৯১২, ০১৭১৫৮২২৭৭৮।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)
৩ সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০
ফোন: ৯৩৩০০৮১-৪।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট
১২৫/এ, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা-১২১৬
ফোন: ৯০০৭৪১০-৪
সংবাদ উপস্থাপনা
টেলিভিশনে সংবাদ উপস্থাপনা হাল সময়ে তুমুল জনপ্রিয় একটি পেশা। বিশেষ করে তরুণ-তরুণীরা আগ্রহী হচ্ছেন এ পেশায়। পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষ করেও সংবাদ উপস্থাপনার সঙ্গে যুক্ত হতে পারেন। তবে এর জন্য প্রশিণ দরকারি। শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গিও গুরুত্বপূর্ণ। আর ভালো সংবাদ উপস্থাপক হতে হলে অবশ্যই প্রশিণ নিতে হবে। এ বিষয়ে প্রশিণ দেয় এমন কিছু প্রতিষ্ঠান-
বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া
২৫৭/৮, এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা
ফোন : ৮৬০৭৯১২, ০১৭১৫৮২২৭৭৮।
জবস এ ওয়ান ডটকম
বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা
ফোন : ৮১৪২২৮০, ০১৭২৬৬৯২০০০-২।
অদ্রি
আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ, ঢাকা
ফোন : ০১৭১১৪০৭৪৯৫।
তৈরি
২/৪ নবাব হাবিবুল্লাহ রোড (৪র্থ তলা), শাহবাগ, ঢাকা
ফোন: ০১৫৫২৪৪৯৯৪৭।
কল সেন্টার
কল সেন্টার হলো টেলিকমিউনিকেশনের মাধ্যমে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ওই কোম্পানির সুযোগ-সুবিধা, কার্যক্রম ইত্যাদি বিস্তারিত তথ্য গ্রাহকদের টেলিযোগাযোগের মাধ্যমে জানিয়ে দেয়াই কল সেন্টারের কাজ। বাংলাদেশ সরকার ২০০৮ সাল থেকে কল সেন্টার স্থাপনের লাইসেন্স দিতে শুরু করেছে। এটি শুধু আমাদের দেশ নয়, সারাবিশ্বের প্রোপটেই একটি সম্ভাবনাময় পেশা। পূর্ণকালীন চাকরির পাশাপাশি খন্ডকালীন চাকরিরও সুযোগ আছে কলসেন্টারে। এ বিষয়ে প্রশিণের জন্য খুব বেশি প্রতিষ্ঠান আমাদের দেশে এখনও গড়ে উঠেনি। কিছু প্রতিষ্ঠানের ঠিকানা-
ইনস্টিটিউট অব কল সেন্টার টেকনোলজি
১৩বি, সেন্টার পয়েন্ট, কনকর্ড (১১ তলা), ফার্মগেট, ঢাকা
ফোন: ৯১৩৯৬৩৩, ০৬৬৬-২৬১৭৭২৭।
হিরো মাইন্ডমাইন
বাড়ি-৩৫/বি, রোড-৯/এ, ধানমন্ডি, ঢাকা
ফোন: ৯১৪৫১৩৮-৩৯।
উত্তরা শাখা- বাংলাদেশ আউটসোর্সিং সেন্টার, ২৫, সোনারগাঁ জনপথ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা
ফোন: ০১৮২০২২২২১১।
ওয়ান কল
যোগাযোগ : বাড়ি-১২১ (৩য় তলা), রোড নং-১৯/এ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০১৭১৩১৯০০৪৫-৯।
মানবসম্পদ ব্যবস্থাপনা
একটি প্রতিষ্ঠানের মানবসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, প্রণোদনা, সংগঠিতকরণ এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করাই মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের কাজ। আর যিনি এ কাজটি করে থাকেন, তিনি মানবসম্পদ ব্যবস্থাপক। বর্তমানে প্রায় সব ধরনের প্রতিষ্ঠানেই এই বিভাগ আছে এবং এ পেশার ক্ষেত্র বেড়েই চলেছে। তবে মানবসম্পদ ব্যবস্থাপনার বিষয়টি ওক সহজ নয়। এর জন্যই চাই প্রশিণ। এ বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু প্রতিষ্ঠান-
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)
৪, সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা
ফোন: ৮১১৭৪১০৫-৭।
বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
৯, ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা
ফোন: ৯১৪২৪৬৪, ০১৮১৭০১১৪০৬।
বিয়াম ফাউন্ডেশন
৬৩ নিউ ইস্কাটন, ঢাকা
ফোন: ৯৩৩৩০১৪।
ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট
কনকর্ড পয়েন্ট, ফার্মগেট, ঢাকা
ফোন: ৯১১৩৯৩২।
হোটেল ম্যানেজমেন্ট
হোটেল বা পর্যটন সেবার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য হোটেল ম্যানেজমেন্ট পেশার অনেক চাহিদা রয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হোটেলে জেনারেল ম্যানেজার, অ্যাকোমোডেশন ম্যানেজার, ক্যাটারিং, ফুড, বেভারেজ ম্যানেজার, এন্টারটেইনমেন্ট কো-অর্ডিনেটর, রেসিডেন্ট ম্যানেজার, ফ্রন্ট অফিস ম্যানেজার, কনভেনশন সার্ভিসেস ম্যানেজার, অ্যাসিসটেন্ট ম্যানেজার, এক্সিকিউটিভ হাউসকিপারসহ অনেক পদে চাকরির সুযোগ রয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট অব বাংলাদেশের মাধ্যমে ৬টি কোর্সের প্রশিক্ষণ দিয়ে থাকে। কোর্সগুলো হল-
১. ন্যাশনাল সার্টিফিকেট কোর্স ইন ফুড অ্যান্ড বেভারেজ: রেস্তোরাঁ প্রিপারেশন, টেবিল সাজানো, হাইজিন, স্যানিটেশন ইত্যাদি শেখানো হয়।
২. ন্যাশনাল সার্টিফিকেট কোর্স ইন ফ্রন্ট অফিস
অভ্যর্থনা প্রণালী, টেলিফোন ম্যানার্স, বিলিং ক্যাশ রেকর্ড ইত্যাদি এই কোর্সের অন্তর্ভুক্ত।
৩. ন্যাশনাল সার্টিফিকেট কোর্স ইন ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন
দেশি, চাইনিজ, ইউরোপিয়ান, ইন্ডিয়ান ইত্যাদি খাদ্য প্রস্তুত, ডেকোরেশন, হাইজিন ইত্যাদি শেখানো হয়।
৪. ন্যাশনাল সার্টিফিকেট কোর্স ইন হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি
রুম ডেকোরেশন, বেড তৈরি, কিনিং, লন্ড্রি ইত্যাদি বিষয় প্রশিণ দেয়া হয়।
৫. ন্যাশনাল সার্টিফিকেট কোর্স ইন ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেশন
ট্রাভেল এজেন্সি অপারেশন, ট্যুর অপারেশন অ্যান্ড ট্যুর গাইডিং, ট্রাভেল সার্ভিস ইত্যাদি শেখানো হয়।
৬. ন্যাশনাল সার্টিফিকেট কোর্স অন বেকারি অ্যান্ড পেস্ট্রি
ফাস্ট ফুড শপ ও বেকারি পরিচালনার ক্ষেত্রে ডেজার্ট আইটেম প্রস্তুত প্রণালী, ডেকোরেশন ইত্যাদি শেখানো হয়।
যোগাযোগ :
ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ৮৩-৮৮ মহাখালী, ঢাকা-১২১২
ফোন: ৯৮০০২৮৮-৯৯।
রাজমনি ঈশা খাঁ হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট
৮৯/৩ ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা
ফোন: ৯৩৩০১৪০-৪৪।
বাংলাদেশ হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট
১৪৭/ডি, গ্রিন রোড, ঢাকা
ফোন: ৯১৪৩৬৫৪।
পূর্বাণী ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট
এনেক্স ভবন, ১, দিলকুশা বা/এ, ঢাকা
ফোন: ৯৫৫২২২৯।
ভিডিও এডিটিং
নাটক বা সিনেমার জন্য ধারন করা বিভিন্ন দৃশ্য কাটছাঁট করে দৃশ্যের পর দৃশ্য সাজিয়ে পূর্ণ নাটক বা সিনেমায় রূপান্তরিত করাটাই হচ্ছে ভিডিও এডিটিং। যিনি এই কাজটি করেন তাকে ভিডিও এটিটর বলা হয়। সাউন্ড এফেক্ট, আলো ও রঙের সমন্বয়, ডাবিং প্রভৃতিও একজন ভিডিও এডিটরের কাজ। আসছে নতুন নতুন টিভি চ্যানেল, বাড়ছে ভিডিও এডিটরদের কাজের ক্ষেত্র। শুধু ইলেকট্রনিক মিডিয়া নয়, ভিডিও এডিটিং জানা থাকলে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারেন। এ বিষয়ে অনেক প্রতিষ্ঠান প্রশিক্ষণ দেয়। কিছু প্রতিষ্ঠানের ঠিকানা-
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট
১২৫/এ দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা-১২১৬
ফোন: ৯০০৭৪১০-৬।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট
৬৪/৩ লেক সার্কাস (৪ ও ৫ তলা), কলাবাগান, ঢাকা
ফোন: ০১৭১১৪৫২২৪৬।
আনন্দ মাল্টিমিডিয়া
১৮৮, মতিঝিল সার্কুলার রোড, ঢাকা
ফোন: ৭১০১৩৫৪।
অ্যাপটেক এরিনা
বাড়ি-৪০৫, রোড-২৭, ধানমণ্ডি, ঢাকা
ফোন: ৯১১১২৫৩।
আনন্দ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি
৮/৬, সেগুনবাগিচা, ঢাকা
ফোন: ৯৫৫৪৭৩১, ০১৭১১৮২২৬১৯।
ন্যাশনাল ইয়ুথ ডেভেলপমেন্ট স্কুল অ্যান্ড কলেজ
১৬/৩, লেক সার্কাস রোড, কলাবাগান, ঢাকা
ফোন: ৯১১৬৪৯০, ০১৮১৯২২৮২৪৭।
এয়ার হোস্টেস, কেবিন ক্রু
বিমানে যাত্রীদের সার্বণিক সেবার কাজটি যারা করে থাকেন, তারাই এয়ার হোস্টেস বা বিমানবালা। আর বিমানের পরিচ্ছন্নতা, আকাশে সি পকেট সম্পর্কে তথ্য দেয়া, ইমার্জেন্সি ইকুইপমেন্ট ও ফাস্ট এইড ঠিকঠাক আছে কি না ইত্যাদি কাজ যারা করে থাকেন, তাদের কেবিন ক্রু বলা হয়ে থাকে। রোমাঞ্চকর এ পেশায় বর্তমানে অনেক তরুণ-তরুণীই আগ্রহী হচ্ছেন। তবে এর জন্য নির্দিষ্ট বয়সসীমা, উচ্চতা ও দৃষ্টিশক্তির বিষয়গুলোও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয়। যোগাযোগ করতে পারেন-
ওয়েস্ট উইন্ড বাংলাদেশ
৩/৬ লালমাটিয়া, ব্লক-এ, ঢাকা-১২০৭
ফোন: ৯১৪৩৩০৬, ০১৭২৬১০৩৮২৪।
বাংলাদেশ এভিয়েশন একাডেমি
স্যুট নং-১/বি, বাসা নং-৩২, পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২।
জবস এ ওয়ান
বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা
ফোন: ৮১৪৪৪৬০, ৮১৪২২৮০।
ক্ষুদ্র ও কুটির শিল্প
ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিণ ইনস্টিটিউট নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রতিষ্ঠানটিতে পাঁচটি অনুষদ রয়েছে। এর মাধ্যমে অনেক বিষয়ে হাতে-কলমে শিখে স্বাবলম্বী হতে পারবেন। এগুলো হল-
১. শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ: (ক) উদ্যোক্তা উন্নয়ন (খ) ক্ষুদ্র শিল্প/ব্যবসা প্রতিষ্ঠান (গ) গ্রামীণ উদ্যোগ উন্নয়ন (ঘ) গ্রামীণ মহিলা উদ্যোক্তা উন্নয়ন।
২. শিল্প ব্যবস্থাপনা অনুষদ: (ক) শিল্প ব্যবস্থাপনা (খ) পণ্যমান ব্যবস্থাপনা (গ) ইনভেন্টরি ম্যানেজমেন্ট (ঘ) কুটির শিল্প ব্যবস্থাপনা (ঙ) উৎপাদন ব্যবস্থাপনা।
৩. সাধারণ ব্যবস্থাপনা অনুষদ: (ক) অফিস ব্যবস্থাপনা (খ) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (গ) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ঘ) শিল্প প্রসারণ।
৪. অর্থ ব্যবস্থাপনা অনুষদ: (ক) বুককিপিং অ্যান্ড একাউন্টিং (খ) ক্ষুদ্র শিল্প অর্থায়ন (গ) উদ্যোক্তা উন্নয়ন (ঘ) কস্টিং অ্যান্ড প্রাইসিং।
৫. বিপণন ব্যবস্থাপনা অনুষদ: (ক) মার্কেটিং (খ) বাজার সমীক্ষা (গ) বিপণন ও বিক্রয় প্রসার (ঘ) প্রোডাক্ট ম্যানেজিং।
যোগাযোগ:
ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট
বাড়ি নং-২৪/এ, সড়ক নং-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা
ফোন : ৮৯১৩৬৮৪।
ইন্স্যুরেন্স বিষয়ে প্রশিক্ষণ
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি এ বিষয়ে দক্ষ জনশক্তি তৈরির জন্য ডিপ্লোমা ও ট্রেনিং কোর্স করিয়ে থাকে। ডিপ্লোমা কোর্স আবার সার্টিফিকেট ও অ্যাসোসিয়েট দুই স্তরে বিভক্ত। সার্টিফিকেট স্তরগুলো হচ্ছে-
ক. রিক্স অ্যান্ড ইন্স্যুরেন্স
খ. কোম্পানি অ্যান্ড কন্ট্রাক্ট ল’ অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন টু ইন্স্যুরেন্স
গ. প্রপার্টি অ্যান্ড পিকিউলারি ইনসিওরেন্স অথবা ইন্স্যুরেন্স অব দি পারসন
ঘ. বিজনেস এনভায়রনমেন্ট।
অ্যাসোসিয়েটশিপ স্তরগুলো হল-
ক. জীবন বীমা শাখা
খ. সাধারণ বীমা শাখা
১. লাইফ ইন্সুরেন্স প্র্যাকটিস অ্যান্ড অ্যাডমিনস্ট্রেশন
২. লাইফ অ্যাম্বুলেন্স ল’ অ্যান্ড ট্যাক্সেশন
৩. ম্যাথমেটিক্যাল বেসিস অব লাইফ ইন্স্যুরেন্স
৪. ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টস অব লং টার্ম বিজনেস অথবা ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং অব লাইফ ইন্স্যুরেন্স
৫. প্রিন্সিপল অ্যাক্ট প্র্যাকটিস অব ম্যানেজমেন্ট ইন ইন্স্যুরেন্স
৬. বিজনেস কমিউনিকেশন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
সাধারণ বীমা শাখার বিষয়-
১. মেরিন ইন্স্যুরেন্স প্রিন্সিপল অ্যান্ড প্র্যাকটিস
২. মেরিন ইন্স্যুরেন্স ল’ অ্যান্ড কেইমস
৩. ফায়ার ইন্স্যুরেন্স ল অ্যান্ড কেইমস
৪. ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স ল’ অ্যান্ড কেইমস
৫. প্রিন্সিপল অ্যান্ড প্র্যাকটিস অব ম্যানেজমেন্ট ইন্স্যুরেন্স
৬. বিজনেস কমিউনিকেশন অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
ট্রেনিং কোর্স: ইন্স্যুরেন্স একাডেমিতে সাধারণ ও জীবন বীমা শাখায় যে বিষয়গুলোতে প্রশিণ নেয় যায়, সেগুলো হল-
ক. সাধারণ বীমা ট্রেনিং কোর্স
১. প্র্যাকটিস অব ফায়ার ইন্স্যুরেন্স
২. ফান্ডামেন্টাল কোর্স অন জেনারেল ইনসিওরেন্স
৩. প্র্যাকটিস অব ইনসিওরেন্স ম্যানেজমেন্ট
৪. প্র্যাকটিস অব মোটর ইন্স্যুরেন্স
খ. জীবন বীমা ট্রেনিং কোর্স-
১. আন্ডার রাইটিং অ্যান্ড কেইমস ম্যানেজমেন্ট
২. বেসিক কোর্স অন লাইফ ইন্স্যুরেন্স
৩. সেলস অ্যান্ড মার্কেটিং
যোগাযোগ :
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি
৫৩, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২
ফোন: ৯৮৯৯২৯২, ৯৮৯৯২৯৩।
ভাষা শিক্ষা কোর্স
বিভিন্ন বিদেশি ভাষা জানা থাকলে কাজের কোন অভাব হয় না, একথা হয়তো সবাই স্বীকার করবেন। অনেক প্রতিষ্ঠানই আছে, যারা বিদেশি ভাষা জানে, তাদের খুঁজে নেয়। পর্যটন, অনুবাদকেন্দ্রকে ঘিরেও তৈরি করে নিতে পারেন কর্মক্ষেত্র। আমাদের দেশে কয়েকটি প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন ভাষার ওপর প্রশিক্ষণ দিয়ে থাকে।
আলিয়ঁস ফ্রঁসেজ
এখানে ফরাসি ভাষার ওপর প্রশিণ দেয়া হয়।
যোগাযোগ : ২৬ মিরপুর রোড, কর্নার হাউস, ধানমন্ডি, ঢাকা
ফোন: ৪৬১১৫৫৭, ৯৬৭৫২৪৯।
গ্যাটে ইনস্টিটিউট
এখানে জার্মান ভাষার ওপর প্রশিণ দেয়া হয়।
যোগাযোগ : জার্মান কালচারাল সেন্টার, বাড়ি নং-১০, রোড নং-৯ (নতুন), ধানমন্ডি, ঢাকা
ফোন: ৯১২৬৫২৫-৬।
একুশে
কোরিয়ান, স্পোকেন ইংলিশ, আইইএলটিএস, ইতালীয়, জাপানি, জার্মানিসহ ৩০টি ভাষা শেখানো হয়।
যোগাযোগ : ১১/এ, ২/১, মিরপুর-১১, ঢাকা।
ফোন : ৮০৩৫৪০১, ০১৭১৬০২০২০৯।
ব্রিটিশ কাউন্সিল
যোগাযোগ : ব্রিটিশ কাউন্সিল, ৫ ফুলার রোড, ধানমন্ডি, ঢাকা
ফোন : ৮৬১৮৯০৫-৭।
ব্রিটিশ কাউন্সিল টিচিং সেন্টার, ৭৫৪/বি সাতমসজিদ রোড, ঢাকা
ফোন: ৯১১৬১৭১।
এফএম ইনস্টিটিউট
ইংলিশ স্পোকেন, আইইএলটিএস কোর্স করানো হয়।
যোগাযোগ : এফএম টাওয়ার, ১/১ পূর্ব রাজাবাজার, ঢাকা
ফোন: ৯১৩০২৯০।
সাইফুরস
ইংরেজি শেখার উপর নানা ধরনের কোর্স করানো হয়।
যোগাযোগ : সাইফুরস, সুবাস্তু টাওয়ার (৩য় তলা), ৬৯/১ গ্রিন রোড, পান্থপথ, ঢাকা
ফোন: ৯৬৭৭২৭৭, ০১৮১৭১১০৬০০।
বিউটি পার্লার
মানুষকে সুন্দর করে সাজানোর কাজটিই করে থাকে বিউটিশিয়ানরা। আর এ পেশায় বিশেষ করে মেয়েদের কাজের অনেক সুযোগ রয়েছে। কাজটা শিখতে পারলে কাজের কোন অভাব হবে না। আর নিজেরও তো হতে পারে একটি বিউটি পার্লার! এ বিষয়ে প্রশিক্ষণ দেয় এমন কিছু প্রতিষ্ঠান-
গীতিস বিউটি পার্লার
১৪৬, শান্তিনগর, ঢাকা
ফোন: ৮৩৫১৪৬৮, ৮৩১৮৭১১।
বীথিস হারবাল
বাড়ি নং-৭, রোড নং-৪, ধানমন্ডি, ঢাকা
ফোন: ৯৬৬০২০৮, ৯৬৭২২৯০।
বীথিস হারবাল (ছেলেদের শাখা)
নাভানা টাওয়ার (৭ম তলা), গুলশান-১, ঢাকা
ফোন: ৮৮২৮৮৫৪, ৮৮১৩৯৫৫।
গৃহসুখন
১৩, গ্রিন স্কয়ার রোড, ধানমন্ডি, ঢাকা
ফোন: ৮৬১৫২৪৬।
ফেম ইনস্টিটিউট
বাড়ি নং-৫৭ (২য় তলা), রোড নং-৭, সেক্টর-৪, উত্তরা, ঢাকা
ফোন: ০১৭১৫৩৪৩২৬০।
মোবাইল ইঞ্জিনিয়ারিং
দেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মোবাইল ফোন মেরামতকারীদের চাহিদাও। মোবাইল মেরামতের জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার শিখতে হয়। প্রথমে কোন ভালো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে হবে। প্রতিষ্ঠানগুলো সাধারণত ২-৩ মাসের কোর্স করিয়ে থাকে। কোন মোবাইল সার্ভিস সেন্টারে কমপক্ষে ছয় মাস শিক্ষানবীশ হিসেবে থেকে কাজ করলে পরবর্তীতে অনেক সুবিধা হবে। আমাদের আশেপাশেই অনেক প্রতিষ্ঠান আছে, যারা এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। তবে ভালো করে খোঁজখবর নিয়ে কোর্সে ভর্তি হওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
আপনি তৈরি তো?
1 Comment on this Post
Md salahuddin
আমি ইউরোপিয়ান চাইনিজ খাবার বানানো শিখতে চাই। এই বিষয়ে বিস্তারিত বলবেন প্লিজ।