এয়ার হোস্টেস হতে চান?
- ক্যারিয়ার ডেস্ক
বিমান ভ্রমণের সময় যাত্রীদের প্রয়োজনীয় সেবা দেন একজন এয়ার হোস্টেস। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি দেখভাল ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার কাজটিও করে থাকেন তাঁরা। কাজের সুবাদে দেশ-বিদেশ ঘুরে দেখার সুযোগ মেলে এয়ার হোস্টেসদের। জীবনকে উপভোগের সুযোগ থাকায় এ পেশা খুবই রোমাঞ্চকর। সরকারি-বেসরকারি এয়ারলাইনসের বহরে নতুন বিমান যুক্ত হওয়া এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এ পেশায় কাজের সুযোগও বাড়ছে।
যোগ্যতা
এয়ার হোস্টেস পদে আবেদনের ন্যূনতম যোগ্যতা এইচএসসি। পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ বিমান ও বিভিন্ন বেসরকারি এয়ারলাইনস। ওয়েবসাইটেও প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম অনুযায়ী জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এয়ার হোস্টেস পদে আবেদন করতে চাইলে বিভিন্ন এয়ারলাইনসের নিজস্ব ওয়েবসাইট ও পত্রিকায় নিয়মিত চোখ রাখতে হবে।
নিয়োগ পদ্ধতি
যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য এয়ারলাইনস কর্তৃপক্ষ সাধারণত লিখিত, ইংরেজি দক্ষতার পরীক্ষা, দলগত আলোচনা এবং সবশেষে সাক্ষাৎকার নেয়। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর ইংরেজি দক্ষতার ওপর জোর দেওয়া হয়। তাই থাকতে হবে ইংরেজি শুনে বুঝতে পারা ও সাবলীলভাবে বলার দক্ষতা। সাক্ষাৎকারে স্মার্টনেস দেখা হয়। বিভিন্ন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া এবং সমস্যা সমাধানের দক্ষতাও দেখা হয়। অ্যাভিয়েশন-সংশ্লিষ্ট কলেজ থেকে এয়ার হোস্টেস প্রিপারেশন কোর্স করলে প্রস্তুতিতে কাজে দেবে।
বেতনভাতা ও কাজ
এয়ার হোস্টেসদের নির্ধারিত সময়সীমা নেই, কর্মঘণ্টা নির্ভর করে বিমান উড্ডয়নের ওপর। সপ্তাহে সাধারণত ৭০ থেকে ১২০ ঘণ্টা বিমানে থাকতে হয়। কর্মঘণ্টার ভিত্তিতে ৮০ হাজার থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে।