প্রশিক্ষণে মিলবে চাকরি

প্রশিক্ষণে মিলবে চাকরি

  • ক্যারিয়ার ডেস্ক

স্কিল ফর এমপল্গয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় বিনামূল্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে ইউসেপ বাংলাদেশ। অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক।

যেসব কোর্সে প্রশিক্ষণ
কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট ইন আরএমজি : এই কোর্সে ভর্তির যোগ্যতা এসএসসি।

লেদ মেশিন অপারেটর : এর জন্য পঞ্চম শ্রেণি পাস হলেই আবেদন তরা যাবে।

ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং : এর জন্যও অষ্টম শ্রেণি পাসের সার্টিফিকেট থাকতে হবে।

ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স : এই কোর্সের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

আবেদন
লিফলেট, পোস্টারিং, ব্যানার, মাইকিং, রোড শো, সভা-সেমিনার ও বিভিন্ন সময় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রার্থী খোঁজা হবে। তাই নিয়মিত চোখ রাখতে হবে পত্রিকায়। যোগাযোগ করা যাবে ইউসেপের প্রধান কার্যালয়ে। তথ্যের জন্য www.ucepbd.org -এই ওয়েবসাইটেও চোখ রাখতে পারেন।

বাছাই
নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সব ট্রেডের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর। ফরম সংগ্রহ করা যাবে ইউসেপের অফিস থেকে এবং নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে। সব কোর্সের মেয়াদ তিন মাস করে।

চাকরি ও আবাসন
অগ্রাধিকার দেওয়া হবে নারী ও প্রতিবন্ধী প্রার্থী। প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেবে কর্তৃপক্ষ। প্রশিক্ষণের জন্য কোনো ফি গুনতে হবে না। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ৯,১০০/- ভাতা দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে কাজের মূল্যায়ন করে দেওয়া হবে প্রশিক্ষণ সনদ। ভালো করতে পারলে মিলবে চাকরি।

যোগাযোগ
ঢাকা : মিরপুর টেকনিক্যাল স্কুল, প্লট ২-৩, মিরপুর-২, ঢাকা-১২১৬। মোবাইল ০১৮৪৭১৮৮৯০১

খুলনা : মহসিন খুলনা টেকনিক্যাল স্কুল, ৭ জংশন রোড, বৈকালি, বয়রা, খুলনা। মোবাইল ০১৮৪৭১৮৮৯১০

সিলেট : হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, বটেশ্বর, খাদিমনগর, সিলেট। মোবাইল ০১৮৪৭১৮৮৯০৮

রংপুর : রংপুর টেকনিক্যাল স্কুল, তালুকধর্মদাস, রংপুর। মোবাইল ০১৮৪৭১৮৮৯০৭

চট্টগ্রাম : আমবাগান টেকনিক্যাল স্কুল, ফ্লোরাপাস রোড, আমবাগান, চট্টগ্রাম, মোবাইল ০১৮৪৭১৮৮৯০৪

চট্টগ্রাম-২ : একে খান ইউসেপ, কালুরঘাট টেকনিক্যাল স্কুল, ওয়াসা রোড, মোহরা, কালুরঘাট, চট্টগ্রাম। মোবাইল ০১৮৪৭১৮৮৯০৫

রাজশাহী : রাজশাহী টেকনিক্যাল স্কুল, সন্তোষপুর, পবা, রাজশাহী। মোবাইল ০১৮৪৭১৮৮৯০।

সূত্র: সমকালfavicon59

Sharing is caring!

Leave a Comment