জানতে হবে ইংরেজি
- ক্যারিয়ার ডেস্ক
ইংরেজি আন্তর্জাতিক ভাষা। আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চায় ইংরেজি ভাষার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে, বর্তমান আধুনিক বিশ্বে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে ইংরেজি ভাষা শেখার বিকল্প নেই। ইংরেজি ভাষায় দক্ষতা চাকরির ক্ষেত্রে এক বড় নিয়ামক হিসেবেও কাজ করে।
ইংরেজি ভাষা শিখতে হলে করতে হবে চারটি কাজ। ইংরেজি শুনতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে, ইংরেজি পড়তে হবে এবং ইংরেজিতে লিখতে হবে। এ চারটি কাজ রুটিন করে নিয়মিত করতে পারলে, যে কেউ ইংরেজিতে পারদর্শী হতে পারেন। শোনার ক্ষেত্রে ইংরেজি খবর, কোনো ফিল্ম, কমেডি সিরিয়াল কিংবা বিখ্যাত কারও বক্তব্যের আশ্রয় নেওয়া যেতে পারে।
ইংরেজি শ্রবণ দক্ষতা বাড়ানোর আরেকটি শক্তিশালী উপায় হলো ইংরেজি গান শোনা। এ ছাড়া ইন্টারনেটে ইংরেজি শ্রবণ দক্ষতা বাড়ানোর বিভিন্ন পরামর্শ দেওয়া আছে। প্রয়োজনে তাও শোনা যেতে পারে। এতে এক দিক থেকে ইংরেজি ভাষা শোনাও হবে, আবার কিছু পরামর্শও পাওয়া যাবে।
ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর জন্য প্রতিদিন কম করে হলেও এক ঘণ্টা কিংবা আধ ঘণ্টা ইংরেজিতে কথা বলা উচিত। এতে কথার মধ্যে দ্রুততাও আসে। আর সহকর্মী, সহপাঠী কিংবা বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলার অভ্যাস চালু করতে হবে। এ নিয়ে হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারেন। আবার ভুল হচ্ছে কি না-এ নিয়ে চিন্তায় পড়ে অনেকে ইংরেজিতে কথা নাও বলতে পারেন। আসলে এসব মাথায় নিলে ইংরেজি শেখা যাবে না। যে যা-ই বলুক, ভুল হোক বা শুদ্ধ হোক-বলে যেতে হবে। মূল লক্ষ্য হচ্ছে ইংরেজি শেখা। সব বাধাকে অতিক্রম করে তা করতে হবে। কথা বলার মতো কেউ না থাকলে বাসায় নিজে নিজেও ইংরেজিতে কথা বলার চর্চা করা যেতে পারে।
ইংরেজিতে লিখতে হলে প্রতিদিন কমপক্ষে এক পৃষ্ঠা ইংরেজি লেখার চর্চা করতে হবে। কী লিখবেন? অনেকের পরামর্শ, যা মনে আসে তা-ই লেখা। এতে প্রাথমিকভাবে জড়তা কেটে যায়। এছাড়া কোনো নতুন শব্দ শেখার পর তা দিয়ে ইংরেজিতে কোনো বাক্য লেখা যেতে পারে। ইংরেজি লেখার দক্ষতা বাড়ানোর জন্য অবশ্যই ইংরেজি পড়তে হবে। ইংরেজি ভাষায় রচিত যে কোনো বই, পত্র-পত্রিকা প্রভৃতি সামগ্রীকে পড়ার উপকরণ হিসেবে নেওয়া যেতে পারে। অনেকেই পরামর্শ দেন, ইংরেজিতে লেখা কোনো গল্পের বই কমপক্ষে পাঁচ বার শেষ করলে মস্তিষ্কে ইংরেজির একটি কাঠামো দাঁড়িয়ে যায়। ফলে পরবর্তী সময়ে অন্য ইংরেজি বই পড়াও সহজতর হয়। এছাড়া রিডার্স ডাইজেস্ট, নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নালের মতো বিদেশি পত্র পত্রিকা এবং বিভিন্ন উপন্যাস পড়া যেতে পারে। মোট কথা, শোনা,কথা বলা, পড়া ও লেখা-এ চারটি বিষয়ের সমন্বয় ঘটাতে পারলে ইংরেজি দক্ষতা বাড়ানো সম্ভব। একমাত্র নিয়মিত চর্চার মাধ্যমেই এ সমন্বয় সাধন সম্ভব।