চলো ভিন্ন কিছু শিখি

চলো ভিন্ন কিছু শিখি

  • ক্যারিয়ার ডেস্ক

বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ২৯টি আর বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৬৯টি। রাজধানীসহ সারা দেশের প্রতিটি জেলা-উপজেলা শহরে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, ডায়াগনস্টিক ল্যাবরেটরি রয়েছে। আরও রয়েছে প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক। আবার নতুন নতুন চিকিৎসাসেবার প্রতিষ্ঠান গড়ে উঠছে। এখানে রোগীর বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়ছে। পাশাপাশি চিকিৎসকদের নানাভাবে সহযোগিতা করার জন্য কিছু সহকারীরও প্রয়োজন হচ্ছে। এরাই বর্তমানে মেডিকেল টেকনোলজিস্ট নামে পরিচিত।

প্রতিনিয়তই বাড়ছে এসব টেকনোলজিস্টের চাহিদা। আর এই চাহিদার কথা মাথায় রেখে এ সময়ের তরুণরা এই পেশায় গড়তে পারেন ক্যারিয়ার।  মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা কিংবা উচ্চতর পড়াশোনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও রাষ্ট্রীয় চিকিত্সা অনুষদ অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ড্যাফোডিল পলিটেকনিক ইসষ্টিটিউট অন্যতম। প্রতিষ্ঠানটি মেডিকেল টেকনোলজির ডিপ্লোমা ও উচ্চতর পর্যায়ের প্রায় সকল কোর্স অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে পরিচালনা করছে।

যোগাযোগ : বাড়ি নং # ২বি, রোড নং # ১২ মিরপুর রোড , ধানমন্ডি, ঢাকা- ১২০৯ টেলিফোন: ৮১১০৮১৮, ৮১২৬৩২৪, ৮১৫২১০৫, এক্স ১০১, ১০৪, মোবাইল: ০১৭১৩৪৯৩২৪৩, ০১৭১৩৪৯৩২৪৬, ওয়েবসাইট- www.dpi.ac , ইমেইল- info@bsdi-bd.orgfavicon59-4

Sharing is caring!

Leave a Comment