তিন প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রশিক্ষণ
- ক্যারিয়ার ডেস্ক
বিএসিআই বা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির কয়েকটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণশিল্পে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রদান করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচ বিষয়ে প্রশিক্ষণ দেবে এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ঢাকা। আবেদন করতে হবে ৩১ অক্টোবরের মধ্যে।
বিএসিআইয়ে প্রশিক্ষণ
নির্মাণশিল্পের বিভিন্ন বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। আর্থিক সহায়তা দেবে অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর অ্যামপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্প। পাঁচ বিষয়ে হাতে-কলমে শেখানো হবে সব কাজ। ট্রেডগুলো হচ্ছে_ ম্যাসনারি, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস ও রড বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। প্রতিটি কোর্সের মেয়াদ ৩ মাস বা ৩০০ ঘণ্টা।
আবেদন যোগ্যতা : পুরুষ বা মহিলা যে কেউ আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৫ বছর। উপজাতি, দরিদ্র জনগোষ্ঠী এবং এই শিল্পে কাজ করছে এমন অদক্ষ কর্মরত শ্রমিকরা অগ্রাধিকার পাবেন। তাছাড়া প্রার্থীর নূ্যনতম পঞ্চম শ্রেণি পাসের সার্টিফিকেট থাকতে হবে। একজন প্রশিক্ষণার্থী মাসে ৩ হাজার ১২০ টাকা হারে ভাতা পাবেন। প্রশিক্ষণ শেষে দেওয়া হবে সনদ। দক্ষ কর্মীদের কাজের সুযোগও করে দেওয়া হবে। ভর্তি ফরম পাওয়া যাবে প্রশিক্ষণ কেন্দ্রে।
যেখানে প্রশিক্ষণ
মিরপুর অ্যাগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল : ১/সি-১/এ, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬। ফোন : ৯০০২৫৪৪, ৯০০২৪৯৩।
মনটেজ ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন : ১৪২-১৪৩ মিরাশপাড়া, বিসিক শিল্পগরী, টঙ্গী, গাজীপুর। মোবাইল : ০১৯১৪৮৬১০৪৬
ইউসেপ : প্লট নম্বর ২-৩, মিরপুর-২, ঢাকা। ফোন : ৯০৩১০১৪
স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট : ৬৯২/বি, বড় মগবাজার, ঢাকা। ফোন : ০১৯১৪৯২৫২৬৯
বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার : নিল-৩, চৌহাট্টা, সিলেট। মোবাইল : ০১৭১১৯৭৯২০৮
স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট
নির্মাণ শিল্পে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। তিন বিষয়ে দেওয়া হবে এ প্রশিক্ষণ। বিষয়গুলো হচ্ছে_ প্রজেক্ট প্রপোজাল প্রিপারেশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোল। কোর্সের মেয়াদ দুই মাস। প্রার্থীকে ডিগ্রি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। উপজাতি এবং এই শিল্পে কর্মরতদের দেওয়া হবে অগ্রাধিকার। প্রতি মাসে ৩ হাজার ১২৯ টাকা হারে ভাতা পাবেন প্রশিক্ষণার্থী। দেওয়া হবে সনদ। দক্ষদের দেওয়া হবে কাজের সুযোগ।
যোগাযোগ : স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট : ৬৯২/বি, বড় মগবাজার, ঢাকা। ফোন : ০১৯১৪৯২৫২৬৯।
এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টার
এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টার, বিনা খরচে পাঁচ বিষয়ে প্রশিক্ষণ দেবে। মেশিনিস্ট, ইলেকট্রিক্যাল, অটোমোটিভ, ইলেকট্রনিকস ও রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং- এই পাঁচ বিষয়ে দেওয়া হবে প্রশিক্ষণ। প্রতিটি কোর্সের মেয়াদ দুই বছর। প্রতি ট্রেডে নেওয়া হবে ২০ জন করে।
যোগাযোগ : এসওএস ভোকেশনাল ট্রেনিং সেন্টার : প্লট নম্বর-১, ব্লক-এ, মেইন রোড-১, সেকশন-১৩, মিরপুর, ঢাকা। ফোন : ০২-৯০২৩৭১৭।