ইন্টারভিউয়ের পর অপেক্ষা আর অপেক্ষা?
- ক্যারিয়ার ডেস্ক
ইন্টারভিউ দেওয়ার পর তৎক্ষণাৎ প্রার্থীকে সিদ্ধান্ত জানান না কর্তৃপক্ষ। বলেন, আপনাকে পরে ফোনে অথবা ইমেইলে জানানো হবে। তারপর শুরু হয় প্রার্থীর অপেক্ষা। এ অপেক্ষা অনেক সময় দীর্ঘ হয়। কেন অপেক্ষায় রাখেন কর্তৃপক্ষ? এর পেছনে কতগুলো কারণ থাকতে পারে। যেমন:
অন্যদের ইন্টারভিউ চলছে
যত ভালো ইন্টারভিউ দেন না কেন, নিজেকে সেরা ভাবা যাবে না। একটি চাকরির জন্য অনেকেই আবেদন করেন। তাঁদের সবাইকে সুযোগ দিতে চায় কর্তৃপক্ষ। এর কারণ, তারা সেরা প্রার্থীকেই নিতে চায়। এ কারণে পুরো প্রক্রিয়া শেষ করতে চাকরিদাতাদের সময় লাগতে পারে।
সব প্রার্থীর যোগ্যতা যাচাই চলছে
এটা খুব জটিল এক প্রক্রিয়া। এর পেছনে অনেক সময় ব্যয় করতে পারে প্রতিষ্ঠান। সব প্রার্থীর যোগ্যতা যাচাই-বাছাইয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। কোন প্রার্থী প্রতিষ্ঠানকে কী দিতে পারবেন, তা নিয়ে হিসাব-নিকাশ চলে। এভাবে গোটা প্রক্রিয়া শেষ করে প্রার্থীদের রেটিং করতে হয়। এ কাজ শেষ করতে সপ্তাহ, এমনকি কয়েক মাসও লাগতে পারে।
এখনো সিদ্ধান্ত হয়নি
অনেক সময় ইন্টারভিউয়ের পর প্রার্থীকে বলা হয়, খুব দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। কিংবা এও শুনতে পারেন যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। একে মুখের কথা হিসেবেই ধরে নিতে পারেন। কারণ সব কাজ শেষেও শেষ সিদ্ধান্ত নেওয়ার কাজ পিছিয়ে পড়তে পারে। অনেক সময় প্রতিষ্ঠানগুলো প্রার্থীর ইন্টারভিউ নিয়ে রাখে। নিয়োগপ্রক্রিয়া সুবিধামতো সময়ে শুরু করে। কারণ ইন্টারভিউ, নিয়োগ এবং তাঁকে কাজ বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া ব্যয়বহুল।
সময়ের অভাবও রয়েছে
যাঁরা আপনার ইন্টারভিউ নিচ্ছেন, তাঁদের প্রতিদিনের অন্যান্য কাজও থাকে। আর আপনি একজনই প্রার্থী নন। নিজের কাজ সেরে প্রক্রিয়ার বাকি কাজ গুছিয়ে আনতে তাঁদের বাড়তি সময় লেগে যেতে পারে। তখন প্রার্থীরা ইন্টারভিউ দিয়ে ফলাফলের অপেক্ষায় থাকেন। তখন এ সময় আর শেষ হতে চায় না।
তাঁরা আপনাকে চান না
অনেক সময় বিষয়টি আপনার জন্য দুর্ভাগ্যজনক হতে পারে। আপনাকে তাঁরা বাছাই তালিকা থেকে বাদ দিয়েছেন। কিন্তু হয়তো খবরটা তাঁরা সরাসরি বলতে চান না। এটা আসলে সঠিক পদ্ধতি নয়। প্রার্থী অপেক্ষায় থাকেন।