উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা
- ফ্রিল্যান্সার্স ডেস্ক
সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ইনফোলিডারদের প্রশিক্ষণ কর্মশালা। জেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ইনফোলিডার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূলের তথ্যজানালা কর্মসূচি আয়োজিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠি হয়।
কর্মশালার সমাপনী দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা বলেন, ‘আউটসোর্সিং ও ই-কমার্সের প্রশিক্ষণ ইউডিসিগুলোকে একেকটি মিনি বিজনেস প্রসেস আউটসোর্সিং সেন্টার (বিপিও) সেন্টার হিসেবে গড়ে তোলার পথ সুগম করবে।’ সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাসস’র বিশেষ প্রতিনিধি অজিত কুমার সরকার, তথ্যসেবা বার্তা সংস্থার সহকারি সম্পাদক প্রতীক মাহমুদ।