‘কয়লা’তে অভিনয় করবেন মোশাররফ করিম
বিনোদন প্রতিবেদক : নতুন সিনেমায় নাম লেখালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, জালালের গল্প সিনেমার পর এবার তিনি ‘কয়লা’ শিরোনামের নতুন একটি সিনেমায় অভিনয় করবেন। সিনেমাটির পরিচালনা করবেন সুমন আনোয়ার।
এ প্রসঙ্গে পরিচালক জানান, ‘কয়লা সিনেমার শিল্পী নির্বাচন প্রায় শেষ। শুধু গুরুত্বপুর্ণ চরিত্রের জন্য একজন নারী প্রয়োজন। চরিত্রটির জন্য একজন নারী অভিনেত্রী খুঁজছি। তা বাংলাদেশ কিংবা কলকাতা থেকেও হতে পারে।’ তিনি আরো জানান, ‘সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই শুটিং শুরু করব। সরকারি অনুদানের জন্য ইতোমধ্যে সিনেমাটি জমা দিয়েছি।’
মোশাররফ করিম ছাড়াও এতে আরো অভিনয় করবেন- রওনক হাসান, মৌসুমী হামিদ, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, দিলারা জামান প্রমুখ।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	