বন্ধ হলো মজিলার ওএস সিস্টেম
প্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমে পিছিয়ে পড়েছে ফায়ারফক্সের নির্মাতা মোজিলা। তাই স্মার্টফোন অপারেটিং সিস্টেম ‘ফায়ারফক্স ওএস’ তৈরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মোজিলা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানায়, স্মার্টফোনে ব্যবহারকারীকে চাহিদামতো অভিজ্ঞতা দিতে ব্যর্থ হয়ে ফায়ারফক্স ওএসের ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তীতে ব্যবহারকারীদের জন্য নতুন কিছু তৈরিতে কাজ করবে ফায়ারফক্স। এর আগে গিক এবং পিক নামের দুটি ফোনের মাধ্যমে ২০১৩ সালে পথচলা শুরু হয় ফায়ারফক্স ওএসের। পরে এল এফএক্স ও কিছু এইচডি টিভিতে এই ওএস ব্যবহৃত হয়। কিন্তু তা মোটেও জনপ্রিয়তা পায়নি।
একদল বাজার গবেষকের মতে স্মার্টফোন অপারেটিং সিস্টেমে মোজিলার ফায়ারফক্স আর ব্ল্যাকবেরি সবচেয়ে পিছিয়ে পড়েছে।