এক চার্জেই ১০ দিন
প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন ব্যবহারকারীদের বরাবরই আক্ষেপ ব্যাটারি নিয়ে। কেননা নানা ধরনের অ্যাপস ব্যবহার করার ফলে ব্যাটারি চার্জ খুব দ্রুত ফুরিয়ে যায়। এখনকার স্মার্টফোনের বাজারে দুই থেকে আড়াই হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি মানেই অনেক কিছু। কিন্তু এ ব্যাটারি গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না। ফলে ব্যাটারির চার্জ নিয়ে প্রায় প্রত্যেকেরই হা-হুতাশ রয়েছে।
এই সমস্যা থেকে মুক্তি দিতে এবার চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওকিটেল নিয়ে আসছে সবচেয়ে বেশি ব্যাটারি সক্ষমতার স্মার্টফোন। এতে থাকছে ১০ হাজার এমএএইচ সক্ষমতার ব্যাটারি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, একবার চার্জে দিলে এই স্মার্টফোনে ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রায় ১০ দিন! স্মার্টফোনটির মডেল ‘কে১০০০০’। এটি বিশ্বের সবচেয়ে বেশি মিলি অ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) স্মার্টফোন।