১৫ বছর পূর্তি করলো শাহজালাল ইসলামি ব্যাংক
- নিউজ ডেস্ক
পনের বছর পূর্তি করেছে বেসরকারি ব্যাংকিং সেবাদানকারি প্রতিষ্ঠান শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী জানান, ২০০১ সালের ১০ মে থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংক ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ৯৩টি শাখা প্রতিষ্ঠা করেছে। এছাড়া ১টি অফশোর ব্যাংকিং ইউনিট এবং উল্লেখযোগ্য সংখ্যক এটিএম বুথ স্থাপন করেছে।
তিনি আরো বলেন, বর্তমানে ব্যাংকটির মোট আমানতের পরিমাণ ১১,২২৯ কোটি টাকা এবং মোট বিনিয়োগের পরিমাণ ১০,৪২৯ কোটি টাকা।
এছাড়া ওই অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী বক্তব্য রাখেন। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	