পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক দেড় কোটি ছাড়িয়েছে
- নিউজ ডেস্ক
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবোর্ড) গ্রাহক সংখ্যা এখন দেড় কোটি ছাড়িয়েছে। গতকাল বাপবিবোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শেখ হাসিনার উদ্যোগ–ঘরে ঘরে বিদ্যুৎ‘ প্রতিমাসে নতুন লাইন নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সারাদেশে সমপ্রসারিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বাপবিবোর্ড মতে, প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন–২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে দেশের বিদ্যুৎ প্রত্যাশী ৯০ শতাংশ পরিবারের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের লক্ষ্যে শুধু মাত্র গত মার্চ মাসে সমগ্র দেশে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতাধীন এলাকায় ৫ লাখ ৮ হাজার ৭৩৪ গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এছাড়া ২০১৫–২০১৬ অর্থ বছরে ৩০ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসার যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নির্ধারণ করে তারই ধারাবাহিকতায় প্রতি মাসে এভাবেই নতুন গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে এবং ২০২১ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত ‘এসডিজি‘ ( সাসটেনবল ডেভেলপমেন্ট গোল) অর্জনের লক্ষ্যে শতভাগ এলাকায় বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে আরও ৬০ লাখ নতুন পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসা হবে।