সিরামক শিল্প মালিকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা
- নিউজ ডেস্ক
আগামী বাজেটকে সামনে রেখে কর অবকাশ সুবিধা দাবি করেছেন সিরামিক শিল্প মালিকরা। তরা সিরামিক পণ্য রপ্তানি নগদ সহায়তারও দাবি জানান। এছাড়া এসব পণ্যের আমদানি পর্যায়ে বিদ্যমান ৬০ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখার দাবি জানিয়েছেন তারা।
গতকাল বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে টাইলস, টেবিল ওয়্যার ও স্যানিটারি ওয়্যার শিল্প মালিকদের সংগঠন সিরামিক ওয়্যারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রাক বাজেট আলোচনা সভায় এসব দাবি জানান।
বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সিরামিকস পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হওয়ায় আমি গর্বিত। এ সরকারের আমলে দেশের সিরামিকস সেক্টরে রিয়েল ডেভেলপমেন্ট হয়েছে। আমরা দেশীয় শিল্পকে অবশ্যই সহযোগিতা দেবো। তবে সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি রাজস্ব আয়ের বিষয়টিও দেখতে হবে। সরকার অর্থ না পেলে দেশের উন্নয়ন করবে কি দিয়ে।’
অর্থমন্ত্রী ছাড়াও উক্ত বৈঠকে আরো উপস্থি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা এমপি ও সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	