অনুমোদন পেল ১৭টি পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্প
- নিউজ ডেস্ক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) দেশের ১৭টি জেলায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় নির্মাণের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির প্রাক্কালত ব্যয় ১০৭ কোটি ৬১ লাখ টাকা ধরা হয়েছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, জনগণের দোরগোড়ায় পাসপোর্ট সেবা পৌঁছে দিতেই সরকার প্রকল্পটি অনুমোদন দিয়েছে। সম্পূর্ণ সরকারি ব্যয়ে চলতি অর্থবছরে প্রকল্পটির কাজ শুরু হবে; শেষ হবে ২০১৯ সালের মধ্যে।
এই প্রকল্পের আওতায় যেসব জেলায় পাসপোর্ট কার্যালয় নির্মাণ করা হবে সেগুলো হচ্ছে- লক্ষ্মীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ি, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, সুনামগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট ও ভোলা।