বিদেশী চ্যানেল থেকে কর আদায়ের দাবি
- নিউজ ডেস্ক
দেশীয় টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপনের বিনিময়ে রাজস্ব আদায়ের দাবি জানিয়েছেন ।
গতকাল শনিবার (১৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০১৬-১৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বসে অ্যাটকো। উক্ত আলোচনায় সংগঠনটির মহাসচিব ও চ্যানেল আই’ এর পরিচালক শাইখ সিরাজপক্ষ এ দাবি জানান।
আলোচনায় শাইখ সিরাজ জানান, ‘বাংলাদেশে প্রদর্শিত বিদেশি চ্যানেলগুলোতে প্রচুর বিজ্ঞাপন প্রচারিত হলেও তারা কোনো প্রকার রাজস্ব সরকারকে দিচ্ছে না। বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে ব্যাপকভাবে চালু থাকায় বিপুল পরিমাণ বিজ্ঞাপন প্রচারিত হলেও সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি দেশীয় চ্যানেলগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এনবিআরকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।’
এ সময় এনবিআর এর সদস্য (আয়কর নীতি) পারভেজ ইকবাল ও সদস্য (মুসক নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেনসহ অ্যাটকোর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।