কমে এসেছে বাণিজ্য ঘাটতি
- নিউজ ডেস্ক
গত বছরের তুলনায় চলতি অর্থবছরে বাণিজ্য ঘাটতি কমেছে। চলতি বছরে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৪ কোটি ২০ লাখ (৪.৬৪ বিলিয়ন) ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে দশমিক ৬৭ শতাংশ কম।
অর্থনীতি গবেষক জায়েদ বখত বলেছেন, বিশ্ববাজারে খাদ্যপণ্য এবং জ্বালানি তেলের দাম কমায় বাণিজ্য ঘাটতি কমছে। তিনি বলেন, “রপ্তানি আয় বেশ বেড়েছে। কিন্তু জ্বালানি তেল এবং খাদ্যপণ্য আমদানিতে খরচ কমায় সামগ্রিক আমদানি ব্যয় তেমন বাড়েনি।”
বাংলাদেশ ব্যাংকের আর্ন্তজাতিক লেনেদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে পণ্য বাণিজ্যে বাংলাদেশের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৪ কোটি ২০ লাখ (৪ দশমিক ৬৪ বিলিয়ন) ডলার। যা গত অর্থবছরের একই সময়ের ঘাটতির চেয়ে দশমিক ৬৭ শতাংশ কম।
চলতি অর্থবছরে বিভিন্ন পণ্য আমদানিতে (এফওবিভিত্তিক, ইপিজেডসহ) সব মিলিয়ে ২ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় করেছে বাংলাদেশ। আর পণ্য রপ্তানি থেকে (এফওবিভিত্তিক, ইপিজেডসহ) আয় হয়েছে ২ হাজার ৪৩৫ কোটি ৩০ লাখ ডলার। এ হিসাবে ঘাটতির পরিমাণ ৪৬৪ কোটি ২০ লাখ ডলার।