এডিবির স্বীকৃতি পেল তিনটি প্রকল্প
- নিউজ ডেস্ক
দেশের তিনটি প্রকল্প এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশে চলমান এডিবির সেরা এসব প্রকল্পের কর্মকর্তাদের পুরস্কৃত করেছে সংস্থাটি।
প্রকল্পের কর্মকর্তাদের হাতে এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি পুরস্কার তুলে দেন। উক্ত পুরষ্কার প্রদান অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, এডিবির অর্থায়নে বিভিন্ন প্রকল্পের পরিচালক ও সংস্থাটির ঢাকা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যেসব প্রকল্পগুলো শীর্ষ প্রকল্পের পুরস্কার পেয়েছে সেগুলো হল- সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রথম ও দ্বিতীয় পর্যায়, টেকসই পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং পাওয়ার সিস্টেম এক্সপেনশান অ্যান্ড ইফিসিয়েনসি ইম্প্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (প্রথম পর্যায়)।
এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে সেসিপ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং পাওয়ার সিস্টেম প্রকল্পটি বাস্তবায়ন করছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।