ব্যবসায়ীদের সুদের হার সিঙ্গেল ডিজিট করার দাবি
- নিউজ ডেস্ক
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (এফবিসিসিআআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, ছোট বড় সব ব্যবসায়ীদের জন্য ব্যাংক সুদের হার নামিয়ে সিঙ্গেল ডিজিটে আনা দরকার।
গতকাল শুক্রবার সুপার স্টার গ্রুপ (এসএসজি) বার্ষিক বিজনেস কনফারেন্স-২০১৬ তে তিনি এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘বড় ব্যবসায়ীদের ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিট ধরা হয়। কিন্তু যারা অপেক্ষাকৃত ছোট ব্যবসায়ী তারা এ সুবিধা পাচ্ছে না। অথচ দেশের অর্জিত জিডিপির ৭০ শতাংশ আসে ক্ষদ্র ও মাঝারি শিল্পখাত থেকে। তাই এ খাতের উন্নয়নে সবার জন্য সুদ হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে।’
মাতলুব আহমাদ বলেন, ‘ভ্যাট আইন ব্যবসায়ী বান্ধব হলে জেলায় জেলায় স্থানীয় শিল্পকারখানা গড়ে ওঠবে। যা দেশের মূল উন্নয়নে ভূমিকা রাখবে।’ তিনি আরো বলেন, ‘আপনারা জেলায় জেলায় শিল্পকারখানা গড়ে তুলুন। যত বেশি লোকাল ইন্ডাস্ট্রি করবেন তত বেশি সরকার আপনাদের সহায়তা করবে।’
উক্ত কনফারেন্সে এসএসজি গ্রুপ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টার হারুন অর রশিদ, গ্রুপ চিফ মার্কেটিং অফিসার আফতাব মাহমুদ খুরশিদ ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।