মংলা বন্দরে পুনরায় পণ্য খালাস শুরু
- নিউজ ডেস্ক
মংলা বন্দরে পণ্য খালাসের কাজ পুনরায় শুরু হয়েছে। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বিরূপ আবহাওয়ায় একদিন বন্ধ ছিল মংলা বন্দর।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজ উদ্দিন আহমেদ জানান, রোববার সকাল থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন তারা। রোয়ানু উপকূলের দিকে এগিয়ে আসায় শুক্রবার রাতে মংলা বন্দরে পণ্য খালাসসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার দুপুরে রোয়ানু চট্টগ্রাম উপকূল অতিক্রম করে বিকাল নাগাদ বাংলাদেশ পেরিয়ে যায়। এরই মধ্যে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়ে এই ঘূর্ণিঝড়, পরিণত হয় স্থল নিম্নচাপে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় সাত জেলায় ২৪ জনের মৃত্যু হয়। ঝড়ে দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জেলাগুলোর বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়, জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে ক্ষতি হয় ফসলের। বন্দর চেয়ারম্যান রিয়াজ উদ্দিন বলেন, “রোয়ানু চট্টগ্রামের দিকে যাওয়ায় মংল বন্দরের কোনো ক্ষতি হয়নি।”
বর্তমানে বন্দরে কয়লা, ফ্লাইঅ্যাশ, মেসিনারিজ ও সারসহ বিভিন্ন পণ্যবাহী ১১টি জাহাজে মালামাল ওঠা-নামার কাজ চলছে বলে জানান তিনি।