তামাকজাত পণ্যে বর্ধিত কর আরোপের দাবি

তামাকজাত পণ্যে বর্ধিত কর আরোপের দাবি

  • নিউজ ডেস্ক

আগামী ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যে কার্যকর ও বর্ধিত হারে কর আরোপের দাবি জানিয়েছে তামাকবিরোধী কয়েকটি সংগঠন। আজ (২৩ মে) প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংগঠনের পক্ষ থেকে দাবি-দাওয়াগুলো তুলে ধরেন এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্সের (আত্মা) কো কনভেনার নাদিরা কিরণ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জাতীয় অধ্যাপক (অব:) বিগ্রেডিয়ার আবদুল মালিক, প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স (সিটিএফকে) এর গ্রান্ড ম্যানেজার মাহফুজুর রহমান ভুঁইয়া।

দাবি-দাওয়া গুলো হলো- মূল্য স্তর প্রথা তুলে দিয়ে সব সিগারেটের উপর একই হারে কর আরোপ, বিড়ির উপর খুচরা ৪০ শতাংশ, জর্দা ও গুলের উপর ৭০ শতাংশ এবং তামাকজাত পণ্যের বিক্রয় মূল্যের ওপর বর্তমানে আরোপিত ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন চার্জ বাড়িয়ে ২ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়।favicon59

Sharing is caring!

Leave a Comment