রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিল
- নিউজ ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্তে সরকার গঠিত কমিটি তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে দাখিল করেছে। সোমবার পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের সময় তদন্ত কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘এই কমিটি যে প্রতিবেদন জমা দিয়েছে তা ১৫/২০ দিনের মধ্যে জনসম্মুখে প্রকাশ করা হবে। এর আগেও সরকার যে সমস্ত তদন্ত কমিটি গঠন করেছে তার প্রতিটির প্রতিবেদনই জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। আমি প্রতিবেদনটি দেখব। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
ড. ফরাসউদ্দীন বলেন, ‘তদন্ত কমিটি তদন্তকালে যে সমস্ত বিষয়, তথ্য পেয়েছে তা এই প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সুইফটের মাধ্যমেই কাজের ক্ষেত্রে ভবিষ্যতে এ সংক্রান্ত বিষয়ে যাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে পদক্ষেপ নেবে সরকার। তদন্ত কমিটির প্রতিটি সদস্যই অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করেছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই।’