৮ ও ৯ নভেম্বর বাংলাদেশ ডেনিম প্রদর্শনী
- অর্থ ও বাণিজ্য
আগামী ৮ ও ৯ নবেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ৫ম বাংলাদেশ ডেনিম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে সারাবিশ্ব থেকে প্রায় ৫ হাজার দর্শণার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে।
এবারের সংস্করণে ১৬টি দেশ হতে ৫৫টি কোম্পানি তাদের ডেনিম পণ্য প্রদর্শন করতে যাচ্ছে। এবারই প্রথম প্রদর্শকদের মধ্য থেকে কমপক্ষে ১৬টি ডেনিম ফেব্রিক মিল উপস্থিত থাকবে। এবারের প্রতিপাদ্য ন্যাচারাল ডেনিম। এ বিষয়টি সামনে রেখে বাংলাদেশ ডেনিম এক্সপোর মূল উদ্দেশ্য টেকসই জিন্স উৎপাদন নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে ন্যাচারাল জিন্স, জিন্সের কাপড়, ওয়াস এবং প্রকৃতির সঙ্গে সমন্বয় করে ডেনিম উৎপাদন উপস্থাপন করা হবে। তাছাড়া এ আন্তর্জাতিক প্রদর্শনীর ট্রেন্ড জোনে ন্যাচরাল ডেনিম পণ্যগুলো প্রদর্শিত হবে।
থিম সম্পর্কে বাংলাদেশ ডেনিম এক্সপোর সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, মানুষ প্রকৃতি থেকে যে শান্তি ও ভালবাসার বন্ধন খুঁজে পায়, সেটা তারা ফ্যাশনে খুঁজে বেড়ায়। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে ৪টি সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ডেনিম বিশেষজ্ঞরা বিশ্বব্যাপী ডেনিম সাপ্লাই চেইনের বিভিন্ন গতিবিদ্যা সম্পর্কে আলোচনা করবেন। সেমিনারের দুটি বিষয় হলোঃ ডেনিম ওয়াশের নতুন উপায় এবং তৈরি পোশাকশিল্প উৎপাদনে অর্থনৈতিক উন্নতি। এ বছর এপ্রিলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ ডেনিম প্রদর্শনীতে বিশ্বের ৪৩টি দেশ হতে চার হাজারের বেশি দর্শণার্থী উপস্থিত হন।