জিডিপি প্রবৃদ্ধির হার বেড়ে ৭ দশমিক ১১

জিডিপি প্রবৃদ্ধির হার বেড়ে ৭ দশমিক ১১

  • অর্থ ও বাণিজ্য ডেস্ক

২০১৫-১৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদন-জিডিপিতে প্রবৃদ্ধির হার চূড়ান্ত হিসেবে কিছুটা বেড়ে ৭ দশমিক ১১ ভাগ হয়েছে। অর্থবছর শেষে দেয়া প্রাথমিক হিসেবে এই হার ছিলো ৭ দশমিক শূন্য ৫ ভাগ। ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি ধরে এই হিসেব করা হয়েছে।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকশেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল এ তথ্য জানান। তিনি বলেন, ৭ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সংবাদ জানতে পেরে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, দেশ যে এগিয়ে যাচ্ছে এটি তারই বড় উদাহরণ। এটি অর্জন সম্ভব হয়েছে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কারণে। তিনি আশা প্রকাশ করে বলেন, সবাই মিলে কাজ করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণে দেখা যায়, ভিত্তিবছর পরিবর্তন করার পর উত্পাদন মূল্যে ২০০৫-০৬ অর্থবছরে সর্বোচ্চ ৭ দশমিক ১৮ ভাগ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এরপর গত ২০১৫-১৬ অর্থবছরে ৭ শতাংশ অতিক্রম করলো প্রবৃদ্ধি। মূলত সেবা এবং শিল্পখাতের ওপর ভর করে বেড়েছে এ প্রবৃদ্ধি। চূড়ান্ত হিসেবে ২০১৫-১৬ অর্থবছর শিল্পখাতে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক শূন্য ৯ ভাগ, যা আগের অর্থবছর (২০১৪-১৫) ছিল ৯ দশমিক ৬৭ ভাগ। সেবা খাতে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৫ ভাগ। যা আগের অর্থবছর ছিল ৫ দশমিক ৮০ ভাগ। চূড়ান্ত হিসেবে কৃষি খাতে প্রবৃদ্ধি কিছুটা কমে হয়েছে ২ দশমিক ৭৯ ভাগ, যা আগের অর্থবছর ছিল ৩ দশমিক ৩৩ ভাগ। প্রতিবেদন প্রকাশকালে পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সময়ে বিশ্বের যতগুলো দেশ তাদের প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে ধরে রাখতে পেরেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বিবিএস-এর হিসেবে ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫৫ ভাগ। ২০১৩-১৪ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শূন্য ৬ ভাগ।

২০১৫-১৬ বছরে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৭ লাখ ৩২ হাজার ৮৬৩ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ১৫ লাখ ১৫ হাজার ৮০২ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরের চূড়ান্ত হিসেবে মাথাপিছু আয় প্রাথমিক হিসেব থেকে এক ডলার কমে ১৪৬৫ ডলার হয়েছে। এসময় দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলেও জানানো হয়।

সূত্র: ইত্তেফাক

Sharing is caring!

Leave a Comment