আগাম সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকের
- নিউজ ডেস্ক
ময়মনসিহের ভালুকা উপজেলায় উৎপাদিত সবজি দেশ ছেড়ে বিদেশেও সুনাম রয়েছে। এখানকার কৃষকদের মধ্যে রয়েছে বুদ্ধি, কৌশল ও মেধা। তারা বছরের পর বছর সবজি উৎপাদনে অসামান্য অবদান রাখছেন। বর্তমানে তাদের উৎপাদিত শীতকালীন আগাম সবজি হাট বাজরে আসতে শুরু করেছে। আগাম সবজিতে লাভ বেশি থাকায় এখানকার কৃষকরা মৌসুমের আগেই সবজি চাষ শুরু করে। ভালুকা পৌর বাজারে সবজি কিনতে আসা আতাউর তরফদার জানান, ইতিমধ্যেই বাজারে শীতকালীন আগাম সবজি আসতে শরু করেছে। এই সবজির স্বাদ’ই আলাদা। পৌর বাজারে খুচরা সবজি বিক্রেতা জামাল উদ্দিন জানান, আগাম সবজির দাম বেশি হলেও বাজারে এর চাহিদা রয়েছে। অন্য সময় সবজি চাষ হলেও মৌসুমী সবজি চাষ ও উৎপাদন হয় বেশি।
এ সময় চাষীদের উৎপাদিত শাক-সবজি এলাকার চাহিদা মিটিয়ে দেশের অন্যত্র রফতানি করা হয়। ভালুকা উপজেলায় উৎপাদিত শীতকালীন সবজির মধ্যে রয়েছে সিম, মুলা, টমেটো, ফুলকপি, বাধাকপি, বেগুন, ঢেড়স, করলা, লাউ, চিচিঙ্গা, লাল শাক, পালং শাক, ডাটা শাক, পাট শাক, বরবটি, কাফরুল ইত্যাদি। সরেজমিনে উপজেলার সিডস্টোর বাজার ঘুরে দেখা গেছে, কৃষকরা পাইকারের কাছ থেকে তাদের উৎপাদিত সবজি ভালো দামে বিক্রি করছে। সিডস্টোর বাজারে আসা পাইকার হোসেন আলী জানান, এখানে শীতকালীন আগাম সবজির চাষ করা হয়। তাই তিনিসহ অনেক পাইকারী দামে সবজি ক্রয় করতে এখানে ছুটে আসেন। এ অঞ্চলের সবজির স্বাদ’ই আলাদা। তাই ক্রেতাদের কাছে এর আলাদা একটা চাহিদা রয়েছে।