১০০ দেশের মধ্যে বাংলাদেশকে নিয়ে যেতে চায় সরকার
- নিউজ ডেস্ক
বিশ্বব্যাংকের ডুইং বিজনেস সূচকে শীর্ষ ১০০ দেশের মধ্যে বাংলাদেশকে নিয়ে যেতে চায় সরকার। আর এ লক্ষ্য অর্জনে কাজ শুরু করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ)। লক্ষ্য অর্জনের পরিকল্পনা গ্রহণে সংস্থাটি গত শনিবার একটি সংলাপের আয়োজন করে। সেখানে লক্ষ্য অর্জনে করণীয় নিয়ে আলোচনা হয়। সংলাপে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মোঃ আবুল কালাম আজাদ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থার শীর্ষ কর্মকর্তা ও বেসরকারী খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংলাপে সরকারের পক্ষ থেকে আলোচকরা জানান, সুনির্দিষ্টভাবে বাংলাদেশের লক্ষ্য ১৭৬তম দেশ থেকে এগিয়ে ২০২১ সালের মধ্যে কমপক্ষে ৯৯তম হওয়া। এ উদ্দেশ্যে আগামী ডিসেম্বরের মধ্যে কর্মপরিকল্পনা স্থনান্তর করে জানুয়ারিতেই কাজ শুরু করতে চায় সরকার। বিশ্বের প্রায় ৮০ দেশ এ সূচকে উন্নতির জন্য কাজ করছে। এর মধ্যে ২০১৫ সালে ভারত শীর্ষ ৫০ দেশের মধ্যে উন্নীত হওয়ার লক্ষ্য ঠিক করেছে। একটি দেশে ব্যবসা করা কতটা সহজ তা প্রকাশ পায় ডুইং বিজনেস সূচকের মাধ্যমে।
বৈদেশিক বিনিয়োগ আনার ক্ষেত্রে এ সূচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করা হয়। ডুইং বিজনেস সূচক-২০১৭ তে বাংলাদেশ দুই ধাপ উন্নতি করেছে। যদিও ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখনও নিচের দিকেই। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, শিল্পসচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির, আইন সচিব শহিদুল হক, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।