দুই কোম্পানির মূলধন বেড়েছে
- নিউজ ডেস্ক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বোনাস শেয়ার ইস্যুর পর পরিশোধিত মূলধন বেড়েছে। কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপোলো ইস্পাত ও অগ্নি সিস্টেম। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ্যাপোলো ইস্পাত ॥ প্রকৌশল খাতের এ কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ায় কোম্পানির ৩ কোটি ২২ লাখ শেয়ার বেড়েছে। বর্তমানে এ কোম্পানির ৩২ কোটি ২০ লাখ শেয়ার রয়েছে। বোনাস লভ্যাংশ দেয়ার কারণে কোম্পানির মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ কোটি ৪২ লাখ।
এ্যাপোলো ইস্পাতের বর্তমান পরিশোধিত মূলধন ৩২২ কোটি টাকা। বোনাস শেয়ার ইস্যু করার পর কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৩৫৪ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ এ কোম্পানির পরিশোধিত মূলধন বেড়েছে ৩২ কোটি ২০ লাখ টাকা। থিউরিটিক্যাল এ্যাডজাস্টমেন্টের পর সিএসইতে এ কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ১৪.৭০ টাকা।
অগ্নি সিস্টেম ॥ আইটি খাতের এ কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ায় কোম্পানির ৩১ লাখ ৩৩ হাজার ৮৩৮টি শেয়ার বেড়েছে। বর্তমানে এ কোম্পানির ৬ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৭৬৮টি শেয়ার রয়েছে। বোনাস লভ্যাংশ দেয়ার কারণে কোম্পানির মোট শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৬০৬টি। অগ্নি সিস্টেমের বর্তমান পরিশোধিত মূলধন ৩১ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার ৮৪০ টাকা। বোনাস শেয়ার ইস্যু করার পর কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৩২ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ৩০ টাকা। অর্থাৎ এ কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ১৯০ টাকা। থিউরিটিক্যাল এ্যাডজাস্টমেন্টের পর সিএসইতে এ কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ১৭.৫০ টাকা।