কমেছে রেমিটেন্সের পরিমাণ
- নিউজ ডেস্ক
ব্যাংকিং খাতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আগের থেকে কমেছে। প্রবাসীরা গত এপ্রিল মাসে ১১৯ কোটি ৭৪ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। আর গত মার্চে পাঠানো এই রেমিটেন্সের পরিমাণ ছিল ১২৮ কোটি ৫৫ লাখ ডলার। অর্থাৎ এপ্রিলে পাঠানো রেমিটেন্সে ৮ কোটি ৮১ লাখ মার্কিন ডলার ঘাটতি আছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের ১০ মাসে (এপ্রিল পর্যন্ত) রেমিটেন্স এসেছে ১ হাজার ২২২ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩ কোটি ৫ লাখ মার্কিন ডলার কম। ওই সময়ে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ১ হাজার ২৫৫ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার।
ওই প্রতিবেদন আরো জানিয়েছে, গত মাসে ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে। যার পরিমাণ ৩০ কোটি ৪২ লাখ ডলার।