নেপাল-বাংলাদেশ সমঝোতা চুক্তি
- নিউজ ডেস্ক
আঞ্চলিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ এবং নেপালের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠকে এ সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং নেপালের পক্ষে নায়ন্দ্র প্রসাদ উপাধ্যায়া এই স্মারকে সই করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।
উক্ত বৈঠকে বাংলাদেশের ব্যবসায়ীদের নেপালের ভিসা আরো সহজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া নেপালী নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে স্থল বন্দরে অন অ্যারাইভ্যাল ভিসা ইস্যু করা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত বৈঠকে আরো যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয় তা হল, বাংলাদেশ নেপালের মধ্যে ট্রানজিট কার্গো পরিবহনের পদ্ধতি নির্ধারণ, কাকরভিটা-পানিট্যাংকি-ফুলবাড়ি বাণিজ্যপথ চালু পুরোপুরি চালু করা, রোহন-পুর-সিংবাদ রেলপথ ব্যবহার করে নেপালে পণ্য পরিবহন করা, দুই দেশ বাণিজ্য মেলায় অংশ নেয়া, নেপালে জলবিদ্যুত খাতে বিনিয়োগ, ফার্মাসিটিক্যালস পণ্য নিবন্ধন,পদ্ধতি সহজ করা ইত্যাদি।