খাবারের ব্যবসায়ে অ্যামাজন
- নিউজ ডেস্ক
এবার খাবার পণ্য ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।
ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে বলেছে, চলতি মাসের শেষেই নিজস্ব খাবারের ব্রান্ড উন্মোচন করতে যাচ্ছে অ্যামাজন। ব্র্যান্ডগুলোর মধ্যে আছে হ্যাপি বেলি (বাদাম, চা, তেল), উইকেডলি প্রাইম (নাশতা বা হালকা খাবার) এবং মাম্মা বেয়ার (শিশুদের পণ্য) অন্তর্ভুক্ত। এগুলোর মালিকানা অ্যামাজনের নিজের এবং প্রাপ্ত মুনাফাও থাকবে অ্যামজনের।
এর আগেও অনলাইনে নিজস্ব মালিকানাধীন পণ্য বিক্রি করেছে অ্যামাজন। এসব পণ্যের মধ্যে ছিল টিসু পেপার এবং ব্যাটারি অন্যতম। তবে খাবারের পণ্য এবারই প্রথম বিক্রি করবে অ্যামাজন।