বাংলাদেশে বিনেয়োগে আগ্রহী চীন

বাংলাদেশে বিনেয়োগে আগ্রহী চীন

  • নিউজ ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং কিয়াং জানিয়েছেন বাংলাদেশের শিল্প খাতের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চীন বিপুল বিনিয়োগে আগ্রহী।

রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশে শিল্প-কারখানা স্থানান্তরের পাশাপাশি বাংলাদেশ থেকে এসব কারখানায় উৎপাদিত পণ্য আমদানি করবে। এ ক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে বলে তিনি মন্তব্য করেন।

বুধবার শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান চীনা রাষ্ট্রদূত। শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবালসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের শিল্প খাতে চীনা বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের বিদ্যুৎ খাতে চীনের বিপুল বিনিয়োগের বিষয়টি শিল্পমন্ত্রীকে অবহিত করেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, পাটশিল্প খাতে জামা, জ্যাকেট, মোজা, শাড়ি, টাই, জুতা, নির্মাণসামগ্রীসহ বহুমুখী পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। চীনের উদ্যোক্তারা এসব পণ্য উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশের পাটশিল্প খাতে বিনিয়োগ করতে চান। এর পাশাপাশি কৃষি যন্ত্রপাতি, কয়লাভিত্তিক বিদ্যুৎ ও সার উৎপাদনেও চীন বিনিয়োগ করবে। বাংলাদেশে শিল্প খাতের ভিত্তি শক্তিশালী করতে চীন সব ধরনের সহায়তা দেবে বলে তিনি উল্লেখ করেন।

শিল্পমন্ত্রী বাংলাদেশের শিল্প খাতে চীনা বিনিয়োগ আগ্রহের জন্য ধন্যবাদ জানান। favicon59

 

Sharing is caring!

Leave a Comment