মুক্ত বাণিজ্যে বাংলাদেশ-শ্রীলংকা ঐকমত্য
- অর্থ ও বাণিজ্য
বাংলাদেশ ও শ্রীলংকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষর করতে একমত হয়েছে। শ্রীলংকায় অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলংকা জয়েন্ট ইকোনমিক কমিশনের (জেএসি) পঞ্চম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বুধবার রাতে এ তথ্য জানান।
বুধবার রাতে শ্রীলংকার কলম্বোয় হোটেল সিন্ডমোন লেকসাইডে বাংলাদেশ-শ্রীলংকা জয়েন্ট ইকোনমিক কমিশনের (জেএসি) পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাংলাদেশের পক্ষে শ্রীলংকায় সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং শ্রীলংকার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথিউদ্দিন সভার সিদ্ধান্তের কার্যবিবরণীতে স্বাক্ষর করেন। পরে এফটিএ স্বাক্ষরের এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে বাণিজ্য আশানুরূপ নয়। বাংলাদেশ শ্রীলংকার সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী। কিন্তু বিপুল সম্ভাবনা সত্ত্বেও বিভিন্ন জটিলতার কারণে বাণিজ্য বৃদ্ধি পায়নি। বিষয়টি উভয় দেশ উপলব্ধি করতে পেরে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে একমত হয়েছে। বিশ্ববাণিজ্য সংস্থার সিদ্ধান্ত মোতাবেক উন্নত ও উন্নয়নশীল দেশগুলো এলডিসিভুক্ত দেশগুলোকে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা দিচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে শ্রীলংকা বাংলাদেশের সঙ্গে এফটিএ স্বাক্ষর করতে সিদ্ধান্ত নিয়েছে। এফটিএ স্বাক্ষরের ফলে ব্যবসায়িক সব বাধা দূর হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যে নতুন যুগের সূচনা হবে। এখন বাংলাদেশ তৈরি পোশাক, ওষুধ, সিমেন্ট, পেপারসহ বিভিন্ন পণ্য কম দামে শ্রীলংকায় রফতানি করতে পারবে।