বাংলাদেশ থেকে তৈরি পোশাক নেবে স্লোভেনিয়া
- অর্থ ও বাণিজ্য ডেস্ক
স্লোভেনিয়ায় বাংলাদেশের তৈরি পোশাকের প্রচুর চাহিদা রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ সেখানে রপ্তানি বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। গতকাল বুধবার সচিবালয়ে ঢাকায় সফররত স্লোভেনিয়ার কৃষি, বন ও খাদ্য বিষয়ক উপমন্ত্রী তানজা স্ট্রেনিসা-এর সঙ্গে মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
স্লোভেনিয়ার উপমন্ত্রী বলেন, তার দেশে বাংলাদেশের তৈরি পোশাকের প্রচুর চাহিদা রয়েছে। স্লোভেনিয়া বাংলাদেশের তৈরি পোশাক আরো আমদানির উদ্যোগ গ্রহণ করবে। তিনি বলেন, বাংলাদেশ স্লোভেনিয়ার বন্দর ব্যবহার করলে লাভবান হতে পারে। বাংলাদেশের উন্নয়নে সন্তোষ প্রকাশ করে ডেপুটি মিনিষ্টার বলেন, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে দু’দেশের বাণিজ্য বৃদ্ধি করা হবে। এতে উভয় দেশ লাভবান হবে।
তোফায়েল আহমেদ বলেন, এ মুহূর্তে দুদেশের মধ্যে বাণিজ্য খুুব বেশি না হলেও বাণিজ্য বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বর্তমানে স্লোভেনিয়ার দু‘টি প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি পোশাক উত্পাদন করে স্লোভেনিয়ায় রপ্তানি করছে। উভয় দেশের ব্যবসায়ীরা বসে আলাপ-আলোচনার মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, স্লোভেনিয়ায় উন্নতমানের বন্দর রয়েছে। ইউরোপীয় ইউনিয়নে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্লোভেনিয়ায় বন্দর ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত: গত অর্থবছরে বাংলাদেশ স্লোভেনিয়ায় ৩৯.১৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ১৫.২০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।