মালয়েশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন
- অর্থ ও বাণিজ্য ডেস্ক
মালয়েশিয়ান বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসায় উৎসাহিত করতে আজ কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী মালয়েশিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এ সামিটের আয়োজন করা হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির সুযোগ-সুবিধা সম্পর্কে তুলে ধরা হবে এই সামিটে। এতে মালয়েশিয়ার শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠনের নেতারাও মতবিনিময় করবেন বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়া গেছেন। দলে অন্য সদস্যরা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. আলমগীর জলিল এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহিদুল ইসলাম। এছাড়া মালয়েশিয়া সরকারের পক্ষে সামিটে প্রতিনিধিত্ব করবেন দেশটির ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার দাতো শ্রী মুস্তপা বিন মোহাম্মেদ ও ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন মোহা. তাইয়েব।