গতি ফিরছে শেয়ার বাজারে
- নিউজ ডেস্ক
সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনের পরিমাণও ছাড়িয়েছে ৩০০ কোটি টাকা।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক (ডিএসইএক্স) ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩২৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৮৯ পয়েন্টে।
ডিএসইতে ৩০২ কোটি ২ লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ১৩ কোটি ৩৮ লাখ টাকা বেশি। এ বাজারে মোট লেনদেনে অংশ নেয় ৩১৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।
দিনেশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৩১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৮ কোটি টাকা। লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।