চার বেসরকারি ব্যাংক শেয়ার কেনার সুযোগ পেল
- নিউজ ডেস্ক
শেয়ার কেনার সুযোগ পেয়েছে বেসরকারি চার বাণিজ্যিক ব্যাংক। এখন থেকে সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়িয়ে শেয়ারবাজারের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় করতে পারবে তারা। এই চারটি ব্যাংক হলো পূবালী, এবি, মার্কেন্টাইল ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
এই চারটি প্রকিষ্ঠান শেয়ারবাজারের শেয়ার বিক্রি না করেই অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় করতে পারবে। এর মাধ্যমে চার ব্যাংকেরই শেয়ারবাজারে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে বাড়তি বিনিয়োগের ব্যাপারটি ব্যাংকগুলোর নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তাদের উপর কোনো আইনি বাধ্যবাধকতা নেই।
বর্তমানে শেয়ার বাজারে শেয়ারের দাম অনেক কম। আর তাই বাংলাদেশ ব্যাংক ঘোষণা দেয়, শেয়ার বিক্রি না করেই মূলধন বাড়িয়ে ব্যাংকগুলোর বিনিয়োগ সমন্বয়ের সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশ ব্যাংকের এই ঘোষণা পরেই উল্লিখিত চার ব্যাংক সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়িয়ে বিনিয়োগ সমন্বয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করে। তাদের এই আবেদনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এই বেসরকারি চার ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছে। আরও কয়েকটি ব্যাংকের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।