৩০ মিলিয়ন ডলার ঋণ দিবে এডিবি
দি প্রমিনেন্ট ডেস্ক: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ঋণ সহায়তা দেবে এশিয়া ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি); যার পরিমাণ হবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ সরকারকে ২ শতাংশ বার্ষিক সুদে ২৫ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স-এশিয়া রেলওয়ে লিংক এর সঙ্গে যুক্ত করার জন্য রেল ও সড়ক খাতে অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোতে এ অর্থ ব্যবহারের জন্য ঋণ সহায়তা দিচ্ছে সংস্থাটি। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে সোমবার বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।
এডিবির পক্ষে কান্ট্রি ডাইরেক্টর কাজু হিকো হিগুচি এবং বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকল্পগুলোর মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৬ মিলিয়ন মার্কিন ডলার।এই ব্যয়ের এডিবি দেবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার এবং বাকি অর্থ সরকার অর্থায়ন করবে।
৩০ মিলিয়ন মার্কিন ডলারের এ ঋণ ৫ বছরের গ্রস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য। পুরো মেয়াদে বার্ষিক সুদের হার ২ শতাংশ।