আর্ন্তজাতিক বাজারে চালের দাম বাড়বে
- নিউজ ডেস্ক
আর্ন্তজাতিক বাজারে চালের দাম বাড়তে পারে। বিশ্বজুড়ে খরার কারণে এই শঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপি খরায় দেশ ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এসব দেশ থেকে বিশ্বের প্রায় ৬০ ভাগ চাল উৎপাদন হয়ে থাকে। যার কারণে চালের দাম বাড়তে পারে।
উক্ত প্রতিবেদনে আরো বলা হয়, এসব দেশের মজুদ দ্রুত কমছে। তাই আশংকা করা হচ্ছে বছরের এসব মেশের মজুদ ১৯ মিলিয়ন টনে নেমে আসতে পারে। অথচ ২০১৩ সালে গড়ে এই মজুত ছিল প্রায় ৪৩ মিলিয়ন টন।
আন্তর্জাতিক চাল গবেষণা ইনস্টিটিউটের (আইআরআরআই-ইরি) ড. সমরেন্দু মোহান্তে বলেন, বিশ্বজুড়ে চালের সরবরাহে বেশ টান পড়েছে। আগামীতে এই টান আরো বাড়বে। তাই বলাই যাচ্ছে বিশ্বজুড়ে চালের চাহিদা আগামী দিনগুলোতে আরো বাড়তে থাকবে।
এর আগে ২০০৮ সালে এল নিনোর প্রভাবে এশিয়ায় চাল উৎপাদন কমে গিয়েছেল। সেবার ভারত চাল রপ্তানি সাময়িক বন্ধ রেখেছিল। আর এর ফলে বিশ্ব বাজারে প্রতি টন চালের মূল্য দাঁড়িয়েছিল প্রায় ১০০০ ডলারে।