বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে
- নিউজ ডেস্ক
রেমিটেন্স পাঠানোর হার কমলেও রপ্তানি আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। আর্ন্তজাতিক অর্থনীতির বাজার চাঙ্গা হওয়ার কারণে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ধারণা।
এক সমীক্ষায় দেখা গেছে চলতি অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ দুই হাজার ৭৬৩ কোটি ৭২ লাখ (২৭ দশমিক ৭৪ বিলিয়ন) ডলার আয় করেছে। যা গত অর্থবছরের তুলনায় ৯ দশমিক ২২ শতাংশ বেশি। শুধু তাই নয় বাংলাদেশের লক্ষ্যমাত্রার চেয়ে ২ শতাংশ বেশি। আর সর্বশেষ এপ্রিল মাসে আয় বেড়েছে গত বছরের এপ্রিলের চেয়ে প্রায় ১২ শতাংশ।
এ ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ উন্নত দেশসমূহের অর্থনীতি গতিশীল হয়েছে। ফলে, আমাদের রপ্তানি খাত ক্রমশই চাঙ্গা হয়ে উঠছে।”
বৃহস্পতিবার বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) একটি হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ২ হাজার ৭৬৩ কোটি ৭২ লাখ ডলার আয় করেছে। যার মধ্যে তৈরি পোশাক খাত থেকে এসেছে ২ হাজার ২৬৩ কোটি (২২ দশমিক ৬৩ বিলিয়ন) ডলারই। যা মোট রপ্তানির ৮২ শতাংশ।