রমযান মাসকে সামনে উদ্ধমুখী বাজার
- নিউজ ডেস্ক
সামনেই রমযান মাস। রমযান মাসকে সামনে রেখে বাজারে ছোলা, চিনিসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েই চলছে।
গতকাল শুক্রবার রাজধানী ঢাকার মোহাম্মদপুর বাজারের পাইকারি ও খুচরা দোকানগুলো ঘুরে দেখা যায়, চিনি, লবণ, ডাল, পেয়াজ রসুন ও সুগন্ধি চালের দাম বেড়েছে। তবে স্থিতিশীল আছে মসলার বাজার।
এছাড়া মাছ ও ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, রমযান মাস শুরুর একমাস আগেই ইফতারিতে চাহিদার শীর্ষে থাকা ছোলার দাম কেজিতে ১০ টাকা বেড়েছে বলে । এছাড়া মসুর ডাল মান ভেদে ১১০ টাকা থেকে ১৩০ টাকা, মুগডাল ৮০ থেকে ১১০ টাকা, ডাবলি ৪৫ টাকা, মাসকলাই ১০০ টাকা, খেসারি ডাল ৭০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে তুরস্ক থেকে আমদানি করা এলাচের দাম কেজিতে ৫০ টাকা কমেছে; মান ভেদে এই মসলা পণ্যটি বিক্রি হচ্ছে ৯শ থেকে ১৪শ টাকা প্রতি কেজি। এছাড়া জিরার কেজি ৩৩০ থেকে ৩৬০ টাকা, দারুচিনি ২৮০ টাকা।
এক ব্যবসায়ী জানান, চিনি ৫২ টাকা, পোলাও চাল ১০৫ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৪২০ টাকা, খাসির মাংস ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।