পর্যটন খাত নিয়ে প্রাক-বাজেট আলোচনা

পর্যটন খাত নিয়ে প্রাক-বাজেট আলোচনা

  • নিউজ ডেস্ক 

পর্যটন শিল্প সংশ্লিষ্টরা পর্যটন খাতে বৈদেশিক মুদ্রায় অর্জিত বার্ষিক আয়ের ২৫ শতাংশ পর্যন্ত সুদ ঋণ সুবিধাসহ বিশেষ ব্যাংকিং সুবিধা দাবি করেছে। গতকাল এক প্রাক-বাজেট আলোচনায়  বক্তারা এ দাবি জানান।

সেন্টার ফর পলিসি ডায়ালগের(সিপিডি) গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম এই দাবি উপস্থাপন করেন। উক্ত আলোচনা অনুষ্ঠানে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সহ-সভাপতি রাফিউজ্জামান বলেন, সবার সদিচ্ছা, সহযোগিতা এবং রাজনৈতিক অঙ্গীকার ছাড়া পর্যটনের উন্নয়ন সম্ভব নয়। ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হলেও এ পর্যন্ত  এ খাতের উন্নয়নে তেমন কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হয়নি।

এছাড়া পর্যটকবাহী গাড়ি এবং পর্যটকবাহী নৌযান আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ারও দাবি জানায় সংগঠনটি। হোটেল-মোটেল, রিসোর্ট, হাইওয়ে রেস্তোরাঁ, দেশীয় খাবারের রেস্তোরাঁয় আমদানিকৃত কাঁচামাল, ভারী ও হালকা যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ সামগ্রী শুল্কমুক্ত সুবিধা দেওয়ারও দাবি জানানো হয়।

উক্ত প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নাদিরা কিরণ। favicon59

 

Sharing is caring!

Leave a Comment