জাপানকে বিনিয়োগের আহ্বান
- নিউজ ডেস্ক
বাংলাদেশের জ্বালানি, কৃষি ও বায়োটেকনোলজি খাতে জাপানকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। গতকাল (১৬ মে) মতিঝিল ফেডারেশন ভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে সাক্ষাৎকালে এফবিসিসিআই নেতারা এ আহ্বান জানান।
এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ জাপানকে বাংলাদেশের সর্ববৃহৎ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ খুব দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ বছর দেশের জাতীয় প্রবৃদ্ধি সাত দশমিক ৫ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। মাথাপিছু আয় এক হাজার ৪১০ মার্কিন ডলারে উন্নীত হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ তার উন্নয়ন প্রক্রিয়ায় জাপানকে আরো নিবিড়ভাবে পেতে চায়।’
অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে আরো বেশি জাপানি সহায়তা দানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এ লক্ষ্যে তিনি দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে নিয়মিত আলোচনা অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে বলে জানান।
রাষ্ট্রদূত এফবিসিসিআই ও জাপান বাংলাদেশ জয়েন্ট কমিটি ফর ইকোনমিক কো-অপারেশন (জেবিসিসিইসি)কে আরো নিবিরভাবে কাজ করার পরামর্শ দেন। জাইকা এবং জেট্রোকে নিয়ে জাপান দূতাবাস দুই দেশের ব্যবসা উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করবে বলে তিনি এফবিসিসিআই নেতাদে আশ্বাস প্রদান করেন।
সভায় জানানো হয়, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ জাপানে ৯১৫ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে এবং এক দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে।
সভায় এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, প্রথম সহসভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন), সহসভাপতি মো. মাহবুবুল আলম এবং এফবিসিসিআই পরিচালকরা ও এফবিসিসিআইয়ের বিভিন্ন সদস্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।![]()
