চীনে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দাবি
- নিউজ ডেস্ক
চীনের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে চীনের প্রতি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায় সংগঠনটি। গত ১৬ মে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের কনফারেন্স রুমে চীনের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এফবিসিসিআইয়ের আলোচনা সভায় এ দাবি জানান বাংলাদেশি ব্যবসায়ীরা।
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে সংগঠনের প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সহসভাপতি মাহবুবুল আলমসহ পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য এ সভায় অংশ নেন। অন্যদিকে চীনের ইউনান প্রদেশের সিনিয়র অ্যাডভাইজার জং মিয়ানের নেতৃত্বে ওই প্রদেশের ছয় সদস্যের এক প্রতিনিধিদল সভায় অংশ নেয়। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ প্রসঙ্গে আলোচনা করেন বাংলাদেশ ও চীনের ব্যবসায়ী প্রতিনিধিরা। চীনের আসন্ন কুনমিং ট্রেড ফেয়ারে বাংলাদেশি পণ্য প্রদর্শনীর জন্য কমপক্ষে ২০টি স্টল বরাদ্দ চায় এফবিসিসিআই।
সভা শেষে মাতলুব আহমাদ সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের আমদানি পণ্যের বেশির ভাগ বাজারই চীনের দখলে। দীর্ঘদিন ধরে দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য চললেও তাদের কাছ থেকে বিশেষ কোনো সুবিধা পাচ্ছি না। তাই আগামীতে আমাদের পণ্য চীনের বাজারে সরবরাহের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে।’