গরুর মাংসের দাম বেড়েছে
- নিউজ ডেস্ক
শুক্রবার রাজধানীর কয়েকটি খুচরা বাজারে খোজ নিয়ে জানা গেছে প্রতিকেজি গরুর মাংসের দাম বেড়েছে প্রায় ৩০ টাকা থেকে ৪০ টাকা। কয়েকদিন আগে রাজধানীতে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৩৮০ টাকা থেকে ৪২০ টাকা তবে আজ তা বিক্রি হচ্ছে ৪২০ টাকা থেকে ৪৫০ টাকায়। শুধু গরুর মাংসই নয়, বাজারে ব্রয়লার মুরগি, ডিম, চিনির দাম বেড়েছে।
গরুর মাংসের দাম বাড়া নিয়ে ব্যবসায়ীরা জানান, ভারতীয় গরু আনতে সীমান্ত এলাকায় আগের চেয়ে বেশি পরিমাণ ঘুষ দিতে হয়। ফলে গরুর মাংসের দাম বাড়ছে।
তারা আরও বলেন, যদি রমজানে সিটি করপোরেশন মাংসের দাম নির্ধারণ করে দেয়। তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকবে না হলে নিয়ন্ত্রনহীন হয়ে যাবে মাংসের বাজার।
আজ শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৫৮ টাকা থেকে ৬২ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৫৫ টাকা থেকে ৫৮ টাকা। এ ছাড়া প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা থেকে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৬৫ টাকা থেকে ১৭০ টাকায়। তবে বাজারে খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। খুচরা বাজারে প্রতিকেজি খাসির মাংস ৫৫০ টাকা থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে প্রতি হালি ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৪ টাকা থেকে ৩৬ টাকায়, গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৩২ টাকা থেকে ৩৪ টাকায়। শুক্রবার পাইকারি বাজারে ব্রয়লার মুরগির একশ ডিম ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৮২০ টাকায় (একশ)।