দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম

দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম

  • নিউজ ডেস্ক

দাম বেড়েছে ব্রয়লার মুরগীর। দেশীয় খামারে উৎপাদিত এই মুরগি বাজারে প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা ব্যবসায়ীরা জানান, ফার্মের মুরগির দাম আরও বাড়তে পারে বলে পাইকাররা তাদের জানিয়ে রেখেছেন।

এদিকে রোজাকে সামনে রেখে ডাল, ছোলা, চিনিসহ আরও কয়েকটি পণ্যের দাম গত এক মাসে দফায় দফায় বেড়েছে। পর্যাপ্ত মজুদ থাকায় এসব পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই বলে সরকারের বিভিন্ন দপ্তর থেকে দাবি করা হলেও বাজারে ইতিবাচক পরিবর্তন আসেনি।

আরেক ধাপ দাম বেড়েছে ছোলার। কিছু কিছু জায়গায় একশ টাকায় প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কিছুটা কমলেও ডাল, রসুনের চড়া দাম অপরিবর্তিত রয়েছে।

মোহাম্মদপুর বাজারে ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা, দেশি পেঁয়াজ ৫০ টাকা, আমদানি রসুন ২৪০ টাকা, দেশি রসুন ১৬০ টাকা, ভালো মানের মসুর ডাল ১৪০ টাকা, ছোলা ৯৫ টাকা ও ডাবলি ৫৫ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া কারওযান বাজারে ছোলা ৯৫ থেকে ১০০ টাকা, মুগডাল ১০০ টাকা, ডাবলি ৫০ টাকা, দেশি পেঁয়াজ ৪০ টাকা, ভারতীয় পেঁয়াজ ২৪ টাকা, খেসারি ডাল ৮০ টাকা, চিনি ৫৬ টাকা, লবণ ৩৫ টাকা, মসুর ডাল ১১০ থেকে ১৪০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।

Sharing is caring!

Leave a Comment