গ্যাস উত্তোলনে রাশিয়ার সহযোগীতা কামনা
- নিউজ ডেস্ক
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার ও উত্তোলনে রাশিয়ার সহযোগীতা কামনা করেছেন।
রাশিয়ান ফেডারেশনের ফেডারেল অ্যাসেম্বলির স্পিকার ভ্যালেনতিনা ম্যাটভিয়েনকোর সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। এছাড়া শিরীন শারমিন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রাশিয়ার শিক্ষা বৃত্তির সংখ্যা বৃদ্ধিরও আহ্বান জানান।
বৈঠকে শিরীন শারমিন বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক। তিনি এসময় ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশিয়ার সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে বিদ্যুৎ-জ্বালানিসহ অন্যান্য ক্ষেত্রে রাশিয়ার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে গত ডিসেম্বরে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রসঙ্গে বলেন, এর ফলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের অগ্রগতি হয়েছে। উক্ত বৈঠকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১২ সালের ২৬ এপ্রিল রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গাজপ্রমের সঙ্গে ১০টি গ্যাস কূপ খননের জন্য দুটি চুক্তি করে পেট্রোবাংলা।