ছোট মূলধনের কোম্পানিতে বিনিয়োগ বাড়ছে
- অর্থ ও বাণিজ্য ডেস্ক
শেয়ারবাজারে আবারও ছোট মূলধনের কোম্পানিতে বিনিয়োগ বাড়ছে। জেএমআই সিরিঞ্জ, মিথুন নিটিং, আইটিসি এবং ইস্টার্ন হাউসিংয়ের মতো কোম্পানিগুলো আবারও লেনদেনের শীর্ষ তালিকায় চলে আসছে। বাড়ছে এসব কোম্পানির শেয়ারের দামও। এতে ঝুঁকিপূর্ণ হচ্ছে বাজার।
বিশ্লেষকরা বলছে, বাজারের নিয়ন্ত্রণ এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। ফলে প্রতিষ্ঠানগুলোরও এর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। শেষ পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজার থেকে সটকে পড়ে। তবে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ফলে কমেছে মূল্যসূচক।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে বুধবার ৩২৬টি প্রতিষ্ঠানের ১৬ কোটি ৯৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৫৯১ কোটি ৪৪ লাখ টাকা। আগের দিনের চেয়ে যা ১৮ কোটি টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ৭৫টি শেয়ারের, কমেছে ২০৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৫৮ দশমিক ২১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১ দশমিক ০২ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৭ দশমিক ২৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়া সূচক ৫ দশমিক ৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৩ দশমিক ০৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে ২ হাজার কোটি টাকা কমে ৩ লাখ ২৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
শীর্ষ দশ কোম্পানি : ডিএসইতে বুধবার যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হল ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম, কেডিএস এক্সেসরিস, ফরচুন সুজ, আমান ফিড, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, জেএমআই সিরিঞ্জ মেডিকেল ডিভাইস ও মিথুন নিটিং অ্যান্ড ডাইং।