এবার জখম হলেন ফাতিমা
বিনোদন ডেস্ক : ‘দঙ্গল’ সিনেমার জন্য ২৫ কেজি ওজন বাড়িয়ে আলোচনার ঝড় তুলেছিলেন আমির খান। বাড়তি ওজন নিয়ে অভিনয় করতে গিয়ে মারাত্মক জখমের শিকার হয়েছিলেন ‘পিকে’ তারকা। এবার একই ধরনের সমস্যা পড়ল তার অনস্ক্রিন মেয়ে ফাতিমা সানা শেখ।
সিনেমাটিতে আমিরের চরিত্র মহাবীর ফোগাতের। তার মেয়ে গীতা ফোগাতও নামজাদা কুস্তিগীর। ওই চরিত্রে অভিনয় করছেন ফাতিমা। মহড়ার সময় এ অভিনেত্রী শরীরে ধরা পড়েছে জখম। সম্প্রতি মহড়ার সময় ধরা পড়ে ফাতিমা ঠিকমত কুস্তির দৃশ্য ফুটিয়ে তুলতে পারছেন না। তখন একজন চিকিৎসককে ডেকে আনা হয়।
তিনি জানান, ফাতিমা গুরুতরভাবে আহত। তার দুই সপ্তাহের বিশ্রাম দরকার। এরপর শুটিংয়ে অংশ নিতে পারলেও তাকে কুস্তির দৃশ্যে অভিনয়ে বারণ করা হয়েছে। এর আগে কয়েক মাস সময় নিয়ে কুস্তি প্রশিক্ষণ নেন ফাতিমা ও সানিয়া মালহোত্রা। ‘দঙ্গলে’ মহাবীরের আরেক মেয়ের চরিত্রে অভিনয় করছেন সানিয়া। ফাতিমাকে দেড় যুগ আগে বড়পর্দায় দেখা গিয়েছিল ‘চাচী ৪২০’ সিনেমায়। এতে তিনি কমল হাসান ও টাবুর মেয়ের চরিত্রে অভিনয় করেন।
‘দঙ্গল’ পরিচালনা করছেন নিরাজ তাওয়ারি। আরও অভিনয় করছেন সাক্ষি তানওয়ার ও রাজকুমার রাও। মুক্তি পাবে ২৩ ডিসেম্বর। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	