সৃজিতের সিনেমায় বিদ্যা বালান
বিনোদন ডেস্ক : ‘দ্য ডার্টি পিকচার’খ্যাত বিদ্যা বালানের সিনেমা মানে অন্যরকম কিছু। বলিউডের চলতি ধারায় গা ভাসানো তার ধাতে নেই। তাই তো ‘বেগম জান’ সিনেমার নাম ভূমিকায় বেছে নেওয়া হয়েছে তাকে।
অনেকদিন ধরে শোনা যাচ্ছে সৃজিত মুখার্জীর ‘রাজকাহিনী’ নির্মিত হবে হিন্দিতে। এবার তা বাস্তব রূপ পাচ্ছে। মহেশ ভাটের প্রযোজনায় বাংলা ভাগ হওয়ার কাহিনীর বদলে দেখা যাবে পাঞ্জাব ভাগ। ‘রাজকাহিনী’ থেকে বদলে গিয়ে নাম হচ্ছে ‘বেগম জান’। মূল সিনেমায় ওই চরিত্রে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তার বদলে দেখা যাবে বিদ্যাকে। পরিচালক বরাবরই সৃজিত থাকছেন। তবে এখনও বিদ্যা ছাড়া অন্য অভিনয় শিল্পীরা চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে শুরু হয়েছে প্রি-প্রডাকশন। মে মাসে শুরু হবে ‘বেগম জান’র শুটিং।
ব্রিটিশ ভারত বিভাগের প্রেক্ষাপটে একটি পতিতালয় নিয়ে নির্মিত হয় ‘রাজকাহিনী’। ঋতুপর্ণাকে দেখা যায় ওই পতিতালয়ের মালকিনের ভূমিকায়। তারা বাড়ি রক্ষা করতে গিয়ে যুদ্ধে নামেন। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের জয়া আহসান। এ দিকে বিদ্যা বালানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হামারি আধুরি কাহানি’র প্রযোজকও মহেশ ভাট। বর্তমানে ‘তিন’ নামের চলচ্চিত্রের শুটিং করছেন তিনি। এরপর বিখ্যাত ‘কাহানি’ সিক্যুয়ালে দেখা যাবে জনপ্রিয় এ অভিনেত্রীকে।